Sania Mirza Controversies: ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জা ইতিমধ্যে পেশাদার জগতকে বিদায় জানিয়েছেন। এখন তিনি ছেলে ইজহানকে নিয়ে দুবাইয়ে বসবাস করেন। সঙ্গে একটি টেনিস (Tennis) অ্যাকাডেমিও চালান তিনি। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারত সরকারের পক্ষ থেকে সানিয়াকে অর্জুন পুরস্কার, পদ্ম শ্রী অ্যাওয়ার্ড এবং পদ্ম ভূষণে সম্মানিত করা হয়েছে। কিন্তু, একজন টেনিস তারকা হিসেবে সানিয়া মির্জার কেরিয়ার একাধিক বিতর্কে সমালোচিত হয়েছে। আসুন, আজকের এই প্রতিবেদনে সানিয়ার মির্জার জীবনে ৫ বিতর্ক নিয়ে আলোচনা করা যাক।
১. সানিয়া মির্জার বিরুদ্ধে ফতোয়া
/indian-express-bangla/media/media_files/2025/05/23/sania-mirza-controversies-1-999106.jpg)
২০০৫ সালের ৮ সেপ্টেম্বর ভারতের মহিলা টেনিস তারকার বিরুদ্ধে একটি ফতোয়া জারি করা হয়। টেনিস খেলার জন্য খুব স্বাভাবিকভাবেই সানিয়া মির্জাকে ছোট স্কার্ট পরতে হল। কিন্তু, মুসলিম ধর্মাবলম্বী মানুষদের একাংশ ব্যাপারটাকে একেবারে সহজভাবে গ্রহণ করতে পারেননি। তাঁরা এই ছোট স্কার্ট পরিধানের বিরুদ্ধে ফতোয়া জারি করে দেন। বিষয়টা নিয়ে সেইসময় যথেষ্ট সমালোচনার ঝড়ও উঠেছিল।
Sania Mirza - SRK: সানিয়ার প্রেমিক শাহরুখ...! ঢোক গিললেন টেনিস তারকা, গেলেন হজে
২. মসজিদের অবমাননা করেছিলেন সানিয়া মির্জা
/indian-express-bangla/media/media_files/2025/05/23/sania-mirza-controversies-2-725786.jpg)
২০০৭ সালে আরও একটি বিতর্কে জড়িয়ে পড়েন সানিয়া মির্জা। আসলে, একটি মসজিদে গিয়ে তিনি বিজ্ঞাপনী শ্যুটিং করছিলেন। ব্য়াপারটা মৌলবীরা একেবারে ভালোভাবে গ্রহণ করতে পারেননি। তাঁদের কথা ছিল, সানিয়া নাকি মসজিদের অবমাননা করেছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংখ্যালঘু কল্যাণ বিভাগের পক্ষ থেকে সানিয়ার বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছিল। অভিযোগ, এই শ্যুটিং করার ব্যাপারে স্থানীয় লোকজন যথেষ্ট আপত্তি জানিয়েছিলেন। কিন্তু, সেকথায় নাকি কর্ণপাত করেননি সানিয়া। এই ঘটনায় মুসলিম ধর্মাবলম্বী মানুষজনের ধর্মীয় ভাবাবেগ আহত হয়েছিল।
Sania Mirza: আম্বানি বউমাদের থেকেও ধনী সানিয়া মির্জা, সম্পত্তির পরিমাণ চোখ টাটিয়ে দেবে
৩. জাতীয় পতাকাকে অপমানের অভিযোগ
/indian-express-bangla/media/media_files/2025/05/23/sania-mirza-controversies-3-805728.jpg)
২০০৮ সালে সানিয়া মির্জার বিরুদ্ধে ভারতের জাতীয় পতাকাকে অপমান করার অভিযোগ ওঠে। আসলে, দেশের জাতীয় পতাকার সামনে টেবিলের উপর তাঁকে পা রাখতে দেখা গিয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রকাশ সিং ঠাকুর নামে এক সমাজকর্মী সানিয়ার বিরুদ্ধে জাতীয় সম্মান অবমাননার অভিযোগ নিয়ে আসেন। এমনকী, মামলাও দায়ের করা হয়েছিল। পরে অবশ্য জানা গিয়েছিল, এটা নাকি একটি বিকৃত ছবি ছিল। সানিয়া এমন কোনও কাজ করেননি।
Mohammed Shami reacts on marriage rumour with Sania Mirza: সানিয়াকেই কি শেষমেশ বিয়ে করছেন, মুখ খুলে প্রকাশ্যেই ভয়ঙ্কর জবাব এবার শামির, দেখুন ভিডিও
৪. ভেঙেছিলেন প্রথম বিয়ে
/indian-express-bangla/media/media_files/2025/05/23/sania-mirza-controversies-4-479895.jpg)
ছোটবেলার বন্ধু শোহরাব মির্জাকে বেশ কয়েকবছর ডেট করেছিলেন সানিয়া মির্জা। অবশেষে ২০০৯ সালে হায়দরাবাদে তাঁদের বাগদান সম্পন্ন হয়। যদিও ৬ মাস পরই সেই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসেন সানিয়া। শোনা যায়, ততদিনে তিনি নাকি শোয়েব মালিকের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। আর সেকারণেই সানিয়া এবং শোহরাবের মধ্যে ব্যাপক ঝামেলা হয়।
Sania Mirza: হাতে হাত, কাঁধে কাঁধ! দুবাইয়ের রাস্তায় পাকিস্তানির সঙ্গে সানিয়া! দ্বিতীয় বিয়ের জল্পনায় ঝড় আচমকা
৫. শোয়েবের সঙ্গেও বিবাহ বিচ্ছেদ
/indian-express-bangla/media/media_files/2025/05/23/sania-mirza-controversies-5-513939.jpg)
সানিয়া মির্জার জীবনে সবথেকে বড় বিতর্ক হল তাঁর বিয়ে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০১২ সালে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে (Shoaib Malik) বিয়ে করেন সানিয়া মির্জা। এই বিয়ে নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে যথেষ্ট ঝামেলা হয়েছিল। সানিয়াকে শুধুমাত্র সমালোচনার মুখেই পড়তে হয়নি, এমনকী তাঁর দেশপ্রেম নিয়েও তোলা হয়েছিল একাধিক প্রশ্ন। কিন্তু, সেই বিয়েও শেষপর্যন্ত টিকল না। অবশেষে গত বছর জানুয়ারি মাসে শোয়েব মালিকের সঙ্গেও তাঁর বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়।