বেশ কিছুদিন ধরেই গুজব চলছিল। সানিয়া মির্জার বোন আনম মির্জা নাকি ডেটিং করছেন আজাহারউদ্দিন পুত্র আসাদের সঙ্গে। সেই গুঞ্জনে এবার ইতি টানলেন স্বয়ং সানিয়া। জানিয়ে দিলেন, শীঘ্রই তাঁর বোন এবং আজাহারউদ্দিনের পুত্র সাতপাকে বাঁধা পড়বেন। টাইমস অফ ইন্ডিয়া-কে দেওয়া সাক্ষাৎকারে সানিয়া জানিয়ে দিয়েছেন, "ডিসেম্বরে আমার বোনের বিয়ে। প্যারিসে ব্যাচেলর পার্টি থেকে কিছুদিন আগেই আমরা ফিরলাম। আমরা বিয়ে নিয়ে বেশ উত্তেজিত।"
পেশায় সানিয়ার বোন আনম মির্জা একজন ফ্যাশন ডিজাইনার। কয়েক মাস আগেই সানিয়া সম্পর্কের এই গুঞ্জনে ইন্ধন দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে। আজাহারউদ্দিনের পুত্র আসাদের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ফ্যামিলি! এতেই নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার করে নেন।
সানিয়া সাক্ষাৎকারে আরও বলেছেন, খুব ভাল এক ছেলেকে আনম বিয়ে করছে। ওঁর নাম হচ্ছে আসাদ। সম্পর্কে ও আজাহারউদ্দিনের পুত্র। পরিবারের প্রত্যেকেই এই বিয়ের জন্য় উন্মুখ হয়ে তাকিয়ে। সানিয়া আরও জানিয়েছেন, ডিসেম্বরেই এই মেগা বিয়ে হতে চলেছে।
বছর তিনেক আগে ২০১৬-র ১৮ নভেম্বর হায়দরাবাদে আকবর রশিদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেনা সানিয়া মির্জার বোন। কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। তবে শুরুটা জমকালো হলেও বছর দেড়েক পেরোতে না পেরোতেই ডিভোর্স হয় দু’জনের। বিচ্ছেদের কারণ এখনও জানা যায়নি। তারপর থেকে সিঙ্গল-ই রয়েছেন আনম। বর্তমানে নিজের স্টাইলিং ব্র্যান্ড লেবেল বাজার নিয়ে রীতিমতো ব্যস্ত তিনি। সানিয়া মির্জা নিজের বোনের সেই বিপণীর ব্র্যান্ড অ্যাম্বাসাডর। সানিয়া মির্জার বিভিন্ন ইভেন্টের সঙ্গেও যুক্ত থাকেন আনম মির্জা।
একলা ভালই ছিলেন আনম। তবে তাঁর একাকীত্ব দূর করে দিয়েছেন আসাদ। সম্প্রতি আজাহার-পুত্র সোশ্য়াল মিডিয়ায় আনমের সঙ্গে নিজের এক ছবি পোস্ট করে লেখেন, উইথ মাই বেটার হাফ! এর অন্য আর একটি পোস্ট সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল। গত ২৪ ফেব্রুয়ারি ছিল আনমের জন্মদিন। সেদিন আসাদ লিখেছিলেন, প্রিয়তম মানুষকে জন্মদিনের শুভেচ্ছা। এখনও পাকাপাকিভাবে সম্পর্কে আবদ্ধ হননি দু-জনে। তবে সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্টানোতেই স্পষ্ট প্রেমের দুনিয়ায় আপাতত ঝড় তুলেছেন দু-জন।
Read the full article in ENGLISH