Sanjiv Goenka on Mohun Bagan ISL Victory:পিছিয়ে পড়েও কীভাবে ফিরে আসতে হয়, সেটা ২০২৪-২৫ আইএসএল (ISL 2024-25) ফাইনালে দেখিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants)। শনিবার (১২ এপ্রিল) কলকাতার সল্টলেক স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান। এই ম্য়াচে অ্যালবার্তো রডরিগসের গোলে মোহনবাগান পিছিয়ে পড়লেও, শেষপর্যন্ত ২-১ গোলে তারা জয়লাভ করেছে।
এই জয়ের পর উচ্ছ্বসিত মোহনবাগান সুপার জায়ান্ট দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। ম্যাচের পর বাগান সমর্থকদের ধন্যবাদ জানালেন তিনি। বললেন, 'এটা অত্যন্ত খুশির একটা মুহূর্ত। আমরা অবশেষে ডবল করতে পেরেছি। লিগ শিল্ড জয়ের পর এবার আইএসএল টুর্নামেন্টের খেতাবও জিততে পারলাম। এই জয়টা মোহনবাগান সমর্থকদের। মেরিনার্সদের সাপোর্ট ছাড়া আমরা কোনওদিন জিততে পারতাম না।'
কথা জড়িয়ে আসছিল সঞ্জীব গোয়েঙ্কার। আনন্দের জল বেরিয়ে আসতে চাইছিল দু'চোখ বেয়ে। কোনওক্রমে নিজের আবেগ নিয়ন্ত্রণ করে তিনি বলেন, 'মোহনবাগান সমর্থকদের আশীর্বাদের জন্যই আমরা জিততে পেরেছি। সত্যিই বলছি, এর থেকে বড় আশীর্বাদ আমার কাছে আর কিছু হতে পারে না। আপনাদের এই অকুণ্ঠ ভালবাসার জন্য অসংখ্য় ধন্যবাদ।'
দেখে নিন সেই ভিডিও:
প্রসঙ্গত, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্জীব গোয়েঙ্কাই মোহনবাগান ফুটবলারদের গলায় বিজয়ীর পদক পরিয়ে দেন। এমনকী, অধিনায়ক শুভাশিস বসুর হাতে তিনিই তুলে দেন ইন্ডিয়ান সুপার লিগের খেতাব। প্রসঙ্গত, এই টুর্নামেন্ট জয় করার পাশাপাশি সবুজ-মেরুন ব্রিগেডের হাতে ৬ কোটি টাকার আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এবার পালা সুপার কাপের। মোহনবাগান এই জয়ের আনন্দ ট্রেবল করতে পারে কি না, সেটাই দেখার।