Sanjiv Goenka: কেন ডাকা হল না ক্রীড়ামন্ত্রীকে? ফাইনালের পর 'জবাব' সঞ্জীব গোয়েঙ্কার

Sanjiv Goenka Mohun Bagan: মোহনবাগান সুপার জায়ান্ট দলের এই সাফল্যে যারপরনাই উচ্ছ্বসিত সঞ্জীব গোয়েঙ্কা। ম্য়াচের শেষে তিনি সমর্থকদের ধন্যবাদ জানালেন।

Sanjiv Goenka Mohun Bagan: মোহনবাগান সুপার জায়ান্ট দলের এই সাফল্যে যারপরনাই উচ্ছ্বসিত সঞ্জীব গোয়েঙ্কা। ম্য়াচের শেষে তিনি সমর্থকদের ধন্যবাদ জানালেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sanjiv Goenka on Aroop Biswas

ম্যাচের পর মুখ খুললেন সঞ্জীব গোয়েঙ্কা

Sanjiv Goenka on Aroop Biswas: ফাইনাল ম্য়াচ যে কতটা উচ্চ রক্তচাপের হতে পারে, সেটা আরও একবার শনিবাসরীয় (১২ এপ্রিল) রাতে প্রমাণ হয়ে গেল। ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024-25) ফাইনালে খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants) এবং বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে মোহনবাগান শেষপর্যন্ত ২-১ গোলে জয়লাভ করে। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্য়াচের আয়োজন করা হলেও, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে (Arup Biswas) ফাইনাল ম্য়াচে আমন্ত্রণ জানানো হয়নি। 

Advertisment

ব্যাপারটি নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা হয়েছে। ম্য়াচের শেষে মোহনবাগান সুপার জায়ান্ট দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjiv Goenka) এই প্রশ্নটি করা হয়েছিল। যুবভারতী ক্রীড়াঙ্গন তো মোহনবাগান সুপার জায়ান্টের হোম গ্রাউন্ড। কিন্তু, সেখানে কেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফাইনাল ম্য়াচ দেখার জন্য আমন্ত্রণ জানানো হল না? জবাবে সঞ্জীব গোয়েঙ্কা বললেন, 'এই ব্যাপারে আমার কোনও ধারণাই নেই। এটা সম্পূর্ণভাবে ইন্ডিয়ান সুপার লিগ এবং রাজ্য সরকারের বিষয়। সেকারণে কোনও মন্তব্য করতে পারব না।'

ইতিহাস গড়ল মোহনবাগান

Advertisment

তবে মোহনবাগানের এই জয় ভারতীয় ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করল, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। একই মরশুমে মেরিনার্সরা লিগ শিল্ডের পাশাপাশি আইএসএল ট্রফিও জয় করল। ভারতীয় ফুটবল ইতিহাসে এমন নজির একেবারে বিরল। 

এই প্রসঙ্গে সঞ্জীব গোয়েঙ্কা বললেন, 'এটা আসলে সমর্থকদেরই আশীর্বাদ। ওঁরাই আমাদের সাহস জুগিয়েছেন। সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা দিয়েছেন। এজন্য আমি মোহনবাগান সমর্থকদের কাছে চিরকৃতজ্ঞ থাকব।' সঙ্গে তিনি আরও যোগ করেন, 'আমাদের উপর ভরসা রাখুন। কথা দিচ্ছি, আমরা নিজেদের সেরাটা উজাড় করে দেব। যতটা সম্ভব মোহনবাগানের গৌরব আবারও ফিরিয়ে আনব।'

প্রসঙ্গত, ফাইনাল ম্য়াচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। কিন্তু, ম্য়াচের দ্বিতীয়ার্ধে রং একেবারে বদলে যায়। দেখা যায় একের পর এক নাটক। অ্যালবার্তো রডরিগসের আত্মঘাতী গোল থেকে প্রথমে এগিয়ে গিয়েছিল বেঙ্গালুরু এফসি। কিন্তু, এরপর জেসন কামিন্স সমতা ফেরান এবং শেষপর্যন্ত জয়সূচক গোলটি করেন জেমি ম্যাকলারেন।

Bengaluru FC Arup Biswas Mohun Bagan Super Giants Sanjiv Goenka ISL 2024-25