রবিবার অর্থাৎ ১৩ এপ্রিল আইপিএল (IPL 2025) টুর্নামেন্টে ডাবল হেডার আয়োজন করা হয়েছে। দিনের প্রথম ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এই ম্য়াচে একে তো রাজস্থান ৯ উইকেটে হেরে গেল। তার উপরে দলের অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson) এমন একটি লজ্জার রেকর্ড কায়েম করলেন, যা নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে।
এই ম্য়াচে ব্যাট হাতে সঞ্জু একেবারে নজর কাড়তে পারেননি। শুরুতেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। আর সেইসঙ্গে তাঁর নামের পাশে যোগ হয়ে যায় একটি লজ্জার রেকর্ড। এই তালিকায় নাম রয়েছে শিখর ধাওয়ান এবং দীনেশ কার্তিকেরও। কী সেই রেকর্ড? আসুন, দেখে নেওয়া যাক।
লজ্জার রেকর্ড কায়েম করলেন সঞ্জু স্যামসন
আইপিএল ইতিহাসে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবথেকে বেশিবার স্টাম্প আউট হয়েছেন সঞ্জু। রবিবার আরসিবি-র বিরুদ্ধেও তিনি স্টাম্প আউট হয়েই প্যাভিলিয়নে ফিরে যান। এই টুর্নামেন্টে সঞ্জু মোট ১১ বার স্টাম্প আউটের শিকার হয়েছেন। স্যামসনের আগে এই তালিকায় নাম ছিল শিখর ধাওয়ান, দীনেশ কার্তিক এবং সুরেশ রায়নার। এই তিন ক্রিকেটারই ১০ বার করে স্টাম্প আউট হয়েছেন। এছাড়া এই তালিকায় নাম রয়েছে রবিন উথাপ্পারও। আইপিএল টুর্নামেন্টে তিনি মোট ৯ বার আউট হয়েছেন।
মাত্র ১৫ রানে আউট স্যামসন
২০২৫ আইপিএল টুর্নামেন্টে সঞ্জু স্যামসনের ব্যাট একবারও গর্জন করেনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তিনি ১৯ বলে মাত্র ১৫ রান করেন। ইতিমধ্যে একটি চার মেরেছেন। যদিও ক্রুনাল পান্ডিয়ার বলে তিনি শেষপর্যন্ত স্টাম্প আউট হয়ে যান। জয়পুরের সাওয়াই মান সিং স্টেডিয়ামে স্টাম্প আউট হওয়ার পর রাজস্থান সমর্থকরা হতাশ হয়ে পড়েন। গত ৬ ম্য়াচে সঞ্জু মাত্র একটাই হাফসেঞ্চুরি করেছেন। হায়দরাবাদের বিরুদ্ধে তিনি ৬৬ রানের ইনিংস খেলেন। এরপর তিনি কলকাতা নাইট রাইডার্সের ১৩, সিএসকে-র বিরুদ্ধে ২০, পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩৮ এবং গুজরাটের বিরুদ্ধে ৪১ রান করেন।