scorecardresearch

বাদ পড়ে প্রতিক্রিয়া সঞ্জুর, নেটিজেনরাও ক্ষুব্ধ ‘অন্যায়’ নির্বাচনে

সাম্প্রতিককালে জঘন্য ফর্মে রয়েছেন ঋষভ পন্থ। তা সত্ত্বেও পন্থেও যে নির্বাচকদের আস্থা রয়েছে, তা সঞ্জুর বাদ পড়াতেই স্পষ্ট। অনেক ক্রিকেট সমর্থকই সঞ্জুর বাদ পড়ার কারণে নিজেদের অসন্তোষ ব্যক্ত করেছেন।

Sanju Samson
সঞ্জু স্যামসন (ইন্ডিয়ান এক্সপ্রেস ফাইল চিত্র)

কোনও সুযোগ না দিয়েই বাদ। ঘরোয়া ক্রিকেটে টানা ফর্মে ছিলেন। ব্যাট হাতে ফর্মে থাকা সঞ্জু স্যামসনকে দেখেই বাংলাদেশের বিরুদ্ধে নেওয়া হয়েছিল তাঁকে। তবে কেরলের উইকেটকিপার ব্যাটসম্যান বাংলাদেশের বিরুদ্ধে একটি ম্যাচেই প্রথম একাদশে ছিলেন না। তারপরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডিসেম্বরেই সীমিত ওভারের সিরিজ থেকেও বাদ পড়তে হল তাঁকে।

তারপরেই হতাশ হয়ে তারকা ক্রিকেটার নিজের টুইটার অ্যাকাউন্টে স্মাইলি পোস্ট করে ইঙ্গিতবাহী বার্তা দিয়েছেন। কোনও প্রতিক্রিয়ার বদলে স্মাইলি দিয়েই নিজের অবস্থান ব্যক্ত করেছেন তিনি।

আরও পড়ুন শহরে ভারতের দল নির্বাচনে নজরে রোহিত-ধাওয়ান

ঘটনা হল, নির্বাচকরা ঋষভ পন্থকে চাপে রাখতে সঞ্জু স্যামসনকে রাখার পক্ষপাতী ছিলেন। তবে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্রামে থাকা কোহলি প্রত্যাবর্তন করায় বাদ পড়তে হয় সঞ্জুকে। টি২০তে সুযোগ দেওয়া হল মণীশ পাণ্ডেকেও।

সাম্প্রতিককালে জঘন্য ফর্মে রয়েছেন ঋষভ পন্থ। তা সত্ত্বেও পন্থেও যে নির্বাচকদের আস্থা রয়েছে, তা সঞ্জুর বাদ পড়াতেই স্পষ্ট। অনেক ক্রিকেট সমর্থকই সঞ্জুর বাদ পড়ার কারণে নিজেদের অসন্তোষ ব্যক্ত করেছেন।

চলতি মরশুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অংশ নিয়ে কেরলের জার্সিতে সঞ্জু চার ম্যাচে ১১২ রান করেছেন। ঘটনা হল, জাতীয় দলের হয়ে টি২০তে শেষবার সঞ্জু অংশ নিয়েছিলেন ২০১৫ সালে। জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭ নম্বরে ব্যাট করতে নেমে ২৪ বলে ১৯ রান করেছিলেন।

আরও পড়ুন অভিজ্ঞতাতেই ভরসা নির্বাচকদের, বিশ্বকাপের আগে বন্ধ পরীক্ষা নীরিক্ষা

আইপিএলে সঞ্জু আবার দুরন্ত ফর্মে ছিলেন। ৯৩ ম্যাচে অংশ নিয়ে ২২০৯ রান করেছেন। দুটো শতরান ও ১০টি অর্ধশতরান সহ সঞ্জুর ব্যাটিং গড়ও যথেষ্ট ভাল, ২৭.৬১। চলতি ২০১৯-এ বিজয় হাজারে ট্রফি-তে দ্বিশতরান করেছিলেন। দক্ষিণ আফ্রিকা-এ দলের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংসও খেলেছিলেন।

টি২০ স্কোয়াড: বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, মণীশ পাণ্ডে, শ্রেয়স আইয়ার, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি

ওয়ান ডে স্কোয়াড: বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, শিবম দুবে, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Sanju samson reacts after getting snubbed from t20 squad