Advertisment

বিজয় হাজারে ট্রফি: ইতিহাস লিখলেন সনজু স্য়ামসন, ৫০ ওভারের ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ২০০ রান

শনিবার বিজয় হাজারে ট্রফিতে ইতিহাস লিখলেন সনজু স্য়ামসন। ৫০ ওভারের ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ব্য়ক্তি হিসাবে ডাবল সেঞ্চুরি করলেন কেরলের ক্রিকেটার।

author-image
IE Bangla Web Desk
New Update
Sanju Samson slams second-fastest double century in 50-over cricket history

বিজয় হাজারে ট্রফি: ইতিহাস লিখলেন সনজু স্য়ামসন, ৫০ ওভারের ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ২০০ রান (ছবি-টুইটার)

শনিবার বিজয় হাজারে ট্রফিতে ইতিহাস লিখলেন সনজু স্য়ামসন। ৫০ ওভারের ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ব্য়ক্তি হিসাবে ডাবল সেঞ্চুরি করলেন কেরলের ক্রিকেটার।

Advertisment

এদিন গোয়ার বিরুদ্ধে আলুরের কেএসসিএ ক্রিকেট গ্রাউন্ডে ১২৯ বলে ২১২ রানের ইনিংস খেললেন সনজু। রাজস্থান রয়্য়ালসের উইকেটকিপার-ব্য়াটসম্য়ান ইনিংস সাজালেন ২০টি চার ও ১০টি ছয়ের সৌজন্য়ে।

দেখে নেওয়া যাক সনজু এদিন কী কী রেকর্ড করলেন:

# এদিন সনজু ভারতের ষষ্ঠ ক্রিকেটার হিসাবে লিস্ট এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকালেন। এর আগে এই কৃতিত্ব রয়েছে শচীন তেন্ডুলকর, বীরেন্দ্র শেহওয়াগ, রোহিত শর্মা ও শিখর ধাওয়ান ও কর্ণ কৌশলের।

ঘরোয়া ক্রিকেটে তৃতীয় ভারতীয় ব্য়াটসম্য়ান হিসাবে এই নজির গড়লেন সনজু। ৫০ ওভারের ক্রিকেটে দ্রুততম ভারতীয় হিসাবেও এই রেকর্ড হলো তাঁর। লিস্ট এ ক্রিকেটে অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড দ্রুততম দ্বি-শতরানকারী। ১২০ বলে ২০০ রান করেছিলেন তিনি।

সনজুর এটি লিস্ট এ ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি। বিজয় হাজারে ট্রফির ইতিহাসে এটাই ব্য়ক্তিগত সর্বোচ্চ রানের নজির হয়ে গেল। এর আগে কর্ণ কৌশল ছিলেন সবার আগে। সনজু এদিন পাক ব্য়াটসম্য়ান আবিদ আলিকেও টপকে গেলেন উইকেটকিপার-ব্যাটসম্য়ান হিসাবে সর্বোচ্চ রান করার নিরীখে।

সনজু একমাত্র ক্রিকেটার যিনি তিনে ব্যাট করতে নেমে ৫০ ওভারের ক্রিকেটে ২০০ করলেন।

cricket
Advertisment