Sanju Samson, Team India: বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা দুটো ম্যাচে সেঞ্চুরি করে আন্তর্জাতিক টি২০-তে নিজের প্রতিভার জানান দিয়েছেন সঞ্জু স্যামসন। টানা দুটো শতরান করে বিরল নজিরও গড়ে ফেলেছেন তিনি। আইপিএলে তিনি বরাবরই ধ্বংসাত্মক মেজাজে ধরা দিয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে বহুদিন আগেই হাতেখড়ি হলেও আইপিএলের ফর্ম সেভাবে ফুটিয়ে তুলতে পারেননি। ধারাবাহিকতার অভাব বারবার তাঁকে ভুগিয়েছে আন্তর্জাতিক মঞ্চে। সেই কারণেই জাতীয় দলে কখনই নিজের জায়গা পাকা করতে পারেননি তিনি।
তবে টি২০ বিশ্বকাপের পর একসঙ্গে সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি। তারপরেই জাতীয় দলে নিয়মিত সুযোগ পেয়ে চলেছেন তিনি। শ্রীলঙ্কা, বাংলাদেশ সিরিজের পর দক্ষিণ আফ্রিকাতেও খেলছেন তিনি। তবে সঞ্জু স্যামসনের বাবা স্যামসন বিশ্বনাথ মনে করছেন, ধারাবাহিকতার অভাব নয় বরং কোহলি-রোহিত-ধোনি-দ্রাবিড় এই চার মূর্তি তাঁর পুত্রকে সেভাবে সুযোগ দেননি।
তিনি মালয়ালি এক প্রচারমাধ্যমে মুখে খুলে সরাসরি বলে দিয়েছেন, "আমার ছেলের ১০ বছরের কেরিয়ার নষ্ট করেছে ৩-৪ জন- ধোনি, কোহলি, রোহিতের মত ক্যাপ্টেন, দ্রাবিড়ের মত কোচ আমার ছেলের দশ-দশটা বছর নষ্ট করেছে। তবে ওঁরা সঞ্জুকে যতই আঘাত করবে, ততই সঞ্জু আরও শক্তিশালী হয়ে ফিরবে।"
স্যামসন বিশ্বনাথ নিজে দিল্লি পুলিশের কনস্টেবল পদে কর্মরত। সন্তোষ ট্রফিতে দিল্লির হয়েও খেলেছেন। ছেলের জন্য অনেক কঠোর সময় কাটিয়েছেন ব্যক্তিগত জীবনে। তিনি একহাত নিয়েছেন জাতীয় দলের প্রাক্তন তারকা কৃষ্ণমাচারি শ্রীকান্তকে।
U sure he didn't mentioned anyones name? 🤣 pic.twitter.com/k9VRIO3emd
— Arjun (@Arjun16149912) November 12, 2024
বিশ্বকাপজয়ীকে আক্রমণ করে সঞ্জুর বাবা বলেছেন, "তামিলনাড়ুর ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্তের মন্তব্যে ভীষণ আহত হয়েছি। জানি না উনি কত ক্রিকেট খেলেছেন। আজ পর্যন্ত আমার ছেলেকে নিয়ে কেউ উৎসাহের কথা বলেনি। তবে অনেকেই কথার মাধ্যমে আঘাত করে গিয়েছেন।"
"উনি বলেছেন, সঞ্জু নাকি বাংলাদেশের মত দলের বিপক্ষে শতরান করেছে! মানুষ বলেন উনি একজন গ্রেট ক্রিকেটার। যদিও আমি দেখিনি। সেঞ্চুরি তো সেঞ্চুরিই হয়। উনি নিজেই তো বাংলাদেশের বিপক্ষে ২৬ করেছিলেন। সেখানে সঞ্জু তো শতরান করেছে। শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়ের মত ক্ল্যাসিক্যাল টাচ রয়েছে ওঁর ব্যাটে। অন্তত এটুকু সম্মান তো দিন!"