/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/10/T10-league.jpeg)
পুরুষদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের প্ৰথম মহিলা কোচ হিসেবে নিযুক্ত হলেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা সারা টেলর। নভেম্বরের ৯ তারিখ থেকে শুরু হচ্ছে আবু ধাবি টি১০ লিগ। সেই লিগে আবু ধাবি দলের সহকারী কোচ হচ্ছেন সারা টেলর।
মহিলাদের ক্রিকেটে অন্যতম সেরা এই উইকেটকিপার ব্যাটসম্যান সারা এর আগে কাউন্টি দল সাসেক্সের কোচ হয়ে নজির গড়েছিলেন। এবার সরাসরি কোচ হিসেবে পা রাখলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দুনিয়ায়।
আরও পড়ুন: বিশ্বকাপে রাসেলের ‘হিরের হাঁস’! বাংলাদেশ ম্যাচে লজ্জার রেকর্ডে শিরোনামে তারকা, রইল ভিডিও
৩২ বছরের ইংরেজ মহিলা ক্রিকেটার ২০০৬ সালে জাতীয় দলের হয়ে অভিষেক ঘটান। এরপরে ১০ টেস্ট সহ ১২৬টি ওয়ানডে এবং ৯০টি টি২০ ম্যাচ খেলেছেন। চলতি বছরেই ইসিবি আয়োজিত মহিলাদের হান্ড্রেড টুর্নামেন্টে অংশগ নিয়েছিলেন। সেই সঙ্গে দেশের টি২০ কাপেও দেখা গিয়েছিল তারকাকে।
Sarah Taylor has been appointed as assistant coach at Team Abu Dhabi in the upcoming Abu Dhabi T10 League.
She will become the first female coach in men's professional franchise cricket. pic.twitter.com/7cPgRuruTm— Wisden (@WisdenCricket) October 29, 2021
আবু ধাবি দলের হেড কোচ পল ফারব্রেসের সহকারী কোচ হচ্ছেন দুবার মহিলা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এবং টি২০ ওয়ার্ল্ড কাপ জয়ী সারাকে। ২২৬ টি আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করা তারকা সাসেক্সের পাশাপাশি কোচিং করান বেডেস স্কুলেও। টি২০ বিশ্বকাপে আফগানিস্তান জাতীয় দলের কোচ হয়েছেন দক্ষিণ আফ্রিকান প্রাক্তন অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। তিনিও আবু ধাবি ফ্র্যাঞ্চাইজির সাপোর্ট স্টাফ হিসাবে কাজ করবেন।
আরও পড়ুন: আউট না হয়েও মাঠ ছাড়লেন পোলার্ড! বেনজির কারণ প্রকাশ্যে আসতেই ব্যাপক হইচই
সারা খেলোয়াড়ি কেরিয়ারে আপাতত এখনই ইতি টানছেন না। তবে এই মুহুর্তে পেশাদারি ক্রিকেটে খেলোয়াড় হিসেবে দেখা যাবে না তাঁকে। আবু ধাবি দলের কোচিংয়ের প্রস্তাব পেয়ে আপাতত পেশাদারি ক্রিকেটার হিসাবে বিরতি নিয়েছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন