হকিতে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফিরলেন প্রাক্তন ভারত অধিনায়ক সর্দার সিং ও বীরেন্দ্র লকরা। মিডফিল্ড ও রক্ষণে শক্তি বাড়াতেই দেশের এই দুই অভিজ্ঞ খেলোয়াড়কে ফেরানোর সিদ্ধান্ত নিলেন নির্বাচকরা। সর্দার বা বীরেন্দ্র, কেউই গোল্ড কোস্টে আয়োজিত কমনওয়েলথ গেমসে অংশ নেননি। আগামী ২৩ জুন থেকে নেদারল্যান্ডসের ব্রেডায় শুরু হচ্ছে চ্য়াম্পিয়ন্স ট্রফি। ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের জন্য ১৮ সদস্যের দল বেছে নিল হকি ইন্ডিয়া। অধিনায়কের আর্ম ব্যান্ড থাকছে গোলকিপার পিআর শ্রীজেশের হাতেই।
আরও পড়ুন: জম্মু-কাশ্মীরের প্রথম দল হিসেবে আই-লিগ খেলবে রিয়াল কাশ্মীর, জেনে নিন ওদের ইতিহাস
গতবছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীজেশের সৌজন্যেই রুপো জিতেছিল ভারত, বিশ্বের এক নম্বর অস্ট্রেলিয়ার কাছে হেরে। শ্রীজেশ বলছেন, “এবছর এই টুর্নামেন্টের শেষ সংস্করণ। আমরা চাই স্মরণীয় করে রাখতে।” জাতীয় দলের প্রধান কোচ হরেন্দ্র সিং বলছেন কমনওয়েলথ গেমস এবং এই টুর্নামেন্টের পারফরম্যান্সের ভিত্তিতেই আসন্ন এশিয়ান গেমসের দল নির্বাচন করা হবে। পাশাপাশি কোচ এও জানিয়েছেন, ভারতের চেয়ে ক্রমতালিকায় উপরের দিকে থাকা অস্ট্রেলিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও আর্জেন্তিনার মতো টিমের সঙ্গেই এই ট্রফিতে খেলতে পারবে তারা। এর ফলে নিজেদের পরখ করে নিতে পারবে শ্রীজেশ অ্যান্ড কোং। আগামী ২৩ জুন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযান শুরু হচ্ছে।
ভারতের পুরো দল
গোলকিপার: শ্রীজেশ পারাট্টু রবিন্দ্রন (ক্যাপ্টেন), কৃষাণ বাহাদুর পাঠক
ডিফেন্ডার: হরমনপ্রীত সিং, বরুণ কুমার, সুরেন্দর কুমার, জারমানপ্রীত সিং, বীরেন্দ্র লকরা, অমিত রোহিদাস
মিডফিল্ডার: মনপ্রীত সিং, চিংলেনসানা সিং কাঙ্গুজাম, সর্দার সিং, বিবেক সাগর প্রসাদ
ফরোয়ার্ড: সুনীল সোমরপিত ভিতালাচার্য, রমনদীপ সিং, মণদীপ সিং, সুমিত কুমার (জুনিয়র), আকাশদীপ সিং, দিলপ্রীত সিং