হাতে আর তিন দিন। তারপরেই প্রতীক্ষার অবসান। বাইশ গজে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ওল্ড ট্র্যাফোর্ডের ম্যাঞ্চেস্টার ক্রিকেট গ্রাউন্ডে বিরাট কোহলি বনাম সরফরাজ আহমেদ।
![]()
পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্সের সঙ্গেই ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে তাদের ট্র্যাকরেকর্ড অত্যন্ত খারাপ। বিশ্বকাপে মেন ইন গ্রিনের সঙ্গে মেন ইন ব্লু ছ'বারই খেলেছে। প্রতিবারই জিতেছে ভারত। কিন্তু পাকিস্তানকে অক্সিজেন দিচ্ছে শুধু ২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। ইংল্যান্ডের মাটিতেই পাকিস্তান ১৮০ রানে ভারতকে হারিয়েছিল।
আরও পড়ুন: ধোনি-ভক্ত হলেই ফ্রি-তে মাছ-ভাত, বিশ্বকাপে শিরোনামে বাংলার এই হোটেল
চলতি বিশ্বকাপে পাকিস্তান এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে। একটিতে জিতেছে ও দু'টিতে হেরেছে তারা। ড্র হয়েছে অন্য় ম্যাচটি। গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের হতশ্রী ফিল্ডিংয়ের চেহারা সামনে চলে এসেছে। দলটার ফিল্ডিং নিয়ে যত কম কথা বলা যায়, ততটাই ভাল।
কোহলিদের বিরুদ্ধে নামার আগে দলের ফিল্ডিংই ঘুম উড়িয়ে দিয়েছে সরফরাজের। সাংবাদিক বৈঠকে তার মুখে দুশ্চিন্তা ফুটে উঠেছে। সরফরাজ বলেই ফেললেন, "সব বিভাগেই আমরা প্রচুর ভুল করেছি। দলের ফিল্ডিং নিয়ে আমি অত্যন্ত হতাশ। এরকম ফিল্ডিং একেবারেই প্রত্যাশিত নয়। ভারতের বিরুদ্ধে নামার আগে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। নিজেদের উন্নতি করতেই হবে। কোনও অজুহাতের জায়গা নেই।"
বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ হতে চলেছে ইন্দো-পাক মহারণ। বিশ্বকাপের টুর্নামেন্ট ডিরেক্টর স্টিভ এলওয়ার্থি জানিয়েছিলেন যে, ভারত-পাকিস্তান ম্যাচই বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণ। এই ম্যাচকে বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টিং ইভেন্ট বলেও আখ্যা দিয়েছেন তিনি।