Advertisment

Sarfaraz Khan: ভয়ানক জালিয়াতির শিকার সরফরাজের বাবা! কেলেঙ্কারি ফাঁস করে ফুঁসে উঠলেন নওশাদ

Sarfaraz Khan father Naushad: চলতি সিরিজে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচ হয়েছে ১৫ ফেব্রুয়ারি, রাজকোটে। সেখানে সরফরাজ চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে দুটো অর্ধশতক পূরণ করেছেন। সেটাই তাঁর অভিষেক টেস্ট। দুই ইনিংসের একটিতে ভুল বোঝাবুঝির কারণে আউট হন। আর, দ্বিতীয়টিতে অপরাজিত থেকে যান।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sarfaraz, Naushad

Sarfaraz-Naushad: ঘটনায় তোলপাড় ক্রিকেট দুনিয়া। (ছবি- ইনস্টাগ্রাম)

Naushad Khan: প্রতারকদের পাল্লায় ভারতের তারকা ক্রিকেটার সরফরাজ খানের বাবা নওশাদ। তাঁর নামে ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে টাকা চাওয়ার অভিযোগে সরগরম ক্রিকেট দুনিয়া। বাধ্য হয়ে শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা দিতে বাধ্য হলেন তারকা ক্রিকেটারের বাবা। তিনি সবাইকে সাবধান করে জানিয়েছেন, তাঁর নাম করে কেউ কোনও টাকা চাইলে কেউ যেন সেই টাকা না দেন।

Advertisment

চলতি ভারত-ইংল্যান্ড সিরিজে জাতীয় দলে সুযোগ পেয়ে ক্রিকেট ফ্যানদের নয়নের মণি হয়ে উঠেছেন তিনি। মুম্বইয়ের এই ক্রিকেটার দীর্ঘদিন ধরেই ঘরোয়া ক্রিকেটে রান তোলার মেশিন বলে পরিচিত। তারপরও বারবার তিনি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। চলতি ইংল্যান্ড সিরিজে সুযোগ পেয়েই নিজের প্রতিভাকে সরফরাজ মেলে ধরেছেন।

চলতি সিরিজে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচ হয়েছে ১৫ ফেব্রুয়ারি, রাজকোটে। সেখানে সরফরাজ চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে দুটো অর্ধশতক পূরণ করেছেন। সেটাই তাঁর অভিষেক টেস্ট। দুই ইনিংসের একটিতে ভুল বোঝাবুঝির কারণে আউট হন। আর, দ্বিতীয়টিতে অপরাজিত থেকে যান। আর, এসবের সুবাদে বর্তমানে তাঁর স্ট্রাইক রেট ৯৪.২।

৫ ফুট ৫ ইঞ্চির এই ব্যাটসম্যান কাম লেগব্রেক বোলারের ক্রিকেট জীবন পদার্পণ ঘটেছে, তাঁর বাবা নওশাদের হাত ধরে। যিনি মুম্বইয়ের একজন প্রাক্তন খেলোয়াড় তথা কোচ। নওশাদের হাত ধরেই উঠে এসেছেন ইকবাল আবদুল্লাহ, কামরান খানের মত জনপ্রিয় সব প্রতিভা। শুধু তাই নয়। উঠে এসেছেন সরফরাজের ছোট ভাই মুশির খান। যিনি নিজেও একজন জাতীয়স্তরের ক্রিকেটার।

এসব কাহিনি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর, ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন সরফরাজ ও তাঁদের পরিবারের লোকজন। এরপরই অভিযোগ উঠেছে, নওশাদের নামেই বেশ কয়েকটি অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে সরফরাজের বাবার নাম করে টাকা চাওয়া হচ্ছে। তরুণ ক্রিকেটারদের রাজ্যস্তর এবং আইপিএলে সুযোগ করে দেওয়ার বিনিময়ে।

আরও পড়ুন- অপকর্মের হোতা ভারতকে বিশ্বকাপের ফাইনালে তোলা কোচ-ই! জুয়াড়ি ছেলেকে নিয়ে কেলেঙ্কারি এবার প্রকাশ্যে

এসব দেখেই বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন নওশাদ। তিনি বলেছেন, 'কিছু মানুষ আমার নামে ফেসবুক ও ইনস্টাগ্রামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করছে বলে আমার নজরে এসেছে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, কাউকে টাকা দেবেন না। নিজের কঠোর পরিশ্রমের ওপর বিশ্বাস রাখুন। আমি কোনও আইপিএল দলের সঙ্গে যুক্ত নই। আমি এখন কোথাও কোচিংও করি না। দয়া করে প্রতারকদের বিশ্বাস করবেন না। আপনাদের (অনুরাগীদের) সকলকে ধন্যবাদ জানাই।'

cricket Sarfaraz Khan Indian Cricket Team Test cricket
Advertisment