Sarfaraz Khan on MS Dhoni's viral picture with son: চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ধোনির সঙ্গে শিশুপুত্রের ছবি হয়েছিল ভাইরাল, আসল গল্প জানালেন এবার সরফরাজ

Sarfaraz Khan on MS Dhoni's viral picture with son: ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধোনির ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সরফরাজ খানের পাকিস্তান।

author-image
IE Bangla Sports Desk
New Update
dhoni-sarfaraz

সরফরাজ খানের শিশুপুত্রের সঙ্গে ধোনি Photograph: (ফাইল চিত্র)

Sarfaraz Khan on MS Dhoni's viral picture with son: ক্রিকেটের সীমানা ছাড়িয়ে এমএস ধোনি ও সারফরাজ আহমেদের হৃদয়গ্রাহী মুহূর্ত ভাইরাল হয়েছিল আট বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের ঠিক আগে। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ঠিক আগে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সারফরাজ আহমেদ স্মৃতিচারণ করেছেন ২০১৭ সালের ঐতিহাসিক ফাইনালের আগে ভারতীয় কিংবদন্তি এমএস ধোনির সঙ্গে তার তিন মাস বয়সী পুত্র আবদুল্লাহর তোলা আইকনিক ছবির পেছনের গল্পটি।

Advertisment

২০১৭ সালের ১৮ জুন ওভাল স্টেডিয়ামে হওয়া ফাইনালের আগের দিন ধোনি হোটেলে নেমে এসে আবদুল্লাহকে কোলে নেওয়ার মুহূর্তটি ক্রিকেট বিশ্বে মানুষের মনে স্থান করে নিয়েছিল । সরফরাজ জানান, সেই সময় তার পরিবার ও বন্ধুরা লন্ডনে ছিলেন। হঠাৎ করেই ধোনি নীচে আসেন এবং আবদুল্লাহকে কোলে নিতে চান।

সারফরাজ বলেন, "ধোনি জিজ্ঞাসা করেছিলেন, 'এই শিশুটি কার?' আমি উত্তর দিই, 'এটা আমার ছেলে।' তারপরই আমরা ছবি তুলি। এই মুহূর্তটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত কিন্তু অসাধারণ" । ফাইনালে পাকিস্তান ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ট্রফি জিতে নেয়, যা সরফরাজের নেতৃত্বে সম্ভব হয়েছিল ।

সরফরাজের সঙ্গে ধোনির আলোচনা শুধু ব্যক্তিগত স্মৃতিতেই সীমাবদ্ধ নয়। তিনি ধোনির কাছ থেকে উইকেটরক্ষণ, ব্যাটিং এবং অধিনায়কত্বের ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছিলেন। সারফরাজের মতে, "ধোনি অত্যন্ত বিনয়ী ছিলেন। তার পরামর্শ আমার ক্রিকেটকে নতুন মাত্রা দিয়েছে"। ভারত-পাকিস্তান খেলায় মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা অটুট।

Advertisment

সরফরাজ উল্লেখ করেন, "দ্বিপাক্ষিক সিরিজ না থাকায় সম্পর্কে কিছুটা ঘাটতি থাকলেও আইসিসি টুর্নামেন্টগুলো এই দূরত্ব কমিয়েছে। শোয়েব মালিক, যুবরাজ সিং, বিরাট কোহলি বা ধোনির মতো তারকারা ম্যাচের পর একসাথে সময় কাটান"।

২৩ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ২০১৭ সালের স্মৃতিকে পেছনে ফেলে কে এবার জয়ী হবে, তা নিয়ে উত্তেজনা ইতিমধ্যেই চরমে । সরফরাজের স্মৃতিচারণ ক্রিকেটপ্রেমীদের মনে করিয়ে দিয়েছে—খেলার মাঠের বাইরেও এই খেলার উত্তেজনা সীমানা ছাড়িয়ে অন্য মাত্রা নেয়।

MS DHONI Champions Trophy india pakistan India-Pakistan India Vs Pakistan match