Advertisment

১২ সেঞ্চুরি করেও জায়গা হল না টিম ইন্ডিয়ায়! ক্ষোভ উগরে বিষ্ফোরক এবার তারকা নিজেই

ঘরোয়া ক্রিকেটে সেরার সেরা পারফর্মার জায়গা পেলেন না টিম ইন্ডিয়ায়

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের স্কোয়াডে জায়গা হয়নি সরফরাজ খানের। ঘরোয়া ক্রিকেটে, ফার্স্ট ক্লাস ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়েছেন। তা সত্ত্বেও জাতীয় দলে জায়গা হয়নি। সরফরাজের থেকেও কম পারফর্ম করেও অনেকে জায়গা পেয়ে গিয়েছেন। আর এরপরেই সরফরাজ সোশ্যাল মিডিয়ায় নির্বাচকদের উদ্দেশ্যে পরোক্ষে একহাত নেন।

Advertisment

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছেন গত তিন বছর ধরে। নিয়মিত পারফর্ম করেও বারবার বাদ পড়ছেন। এবারেও সরফরাজ বাদ পড়ার পর সুনীল গাভাসকার থেকে আকাশ চোপড়া, ওয়াসিম জাফররা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার সরফরাজ মুখে কিছু না বললেও সোশ্যাল মিডিয়া পোস্টে নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেললেন।

নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে সরফরাজ নিজের একটি ছবি পোস্ট করেছেন। সেজে ছবিতে সরফরাজের নাম রয়েছে। ২৫ বছর বয়সও উল্লেখ করা রয়েছে। তারপরে সরফরাজের ফার্স্ট ক্লাস ক্রিকেটীয় কেরিয়ারের পরিসংখ্যান দেওয়া রয়েছে। ৫৩ ইনিংসে ৩৩৮০ রান করেছেন সরফরাজ ৮০.৪৮ গড়ে। ১২ সেঞ্চুরি সমেত ৯টা হাফসেঞ্চুরিও করেছেন তারকা। ফার্স্ট ক্লাস কেরিয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর অপরাজিত ৩০০।

পরিসংখ্যান বলছে, জাতীয় দলে বর্তমান সময়ে অনেকেই রয়েছেন যাঁদের প্রোফাইল গত কয়েক বছরে সরফরাজের মত এতটা ঝকঝকে নয়। রুতুরাজ গায়কোয়াড ঘরোয়া ক্রিকেটে সরফরাজের মত সেভাবে সফল না হলেও ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দলে জায়গা পেয়ে গিয়েছেন। টেস্টের স্কোয়াডে চার জন ওপেনার নেওয়া হয়েছে- শুভমান গিল, রোহিত শর্মার সঙ্গেই রাখা হয়েছে যশস্বী জয়সোয়াল এবং রুতুরাজ গায়কোয়াডকে। যে নিয়ে গাভাসকার, ওয়াসিম জাফর দুজনেই প্ৰশ্ন তুলেছেন।

গাভাসকার তীব্র ব্যঙ্গ করেছেন বর্তমান নির্বাচক কমিটির চেয়ারম্যান শিবসুন্দর দাসের উদ্দেশ্যে। কটাক্ষ করে বলে দিয়েছেন, শিবসুন্দর নিজে ওপেনার ছিলেন, সেই কারণেই হয়ত স্কোয়াড ওপেনারদের প্রাধান্য দেওয়া হয়েছে।

BCCI Indian Cricket Team
Advertisment