Advertisment

Sarfaraz Khan: শেখালেও শেখেননি, চটে লাল গাভাসকার, ক্ষমা চাইলেন সরফরাজ

Sarfaraz Khan test career: ঘরোয়া ক্রিকেটের এই রান মেশিন বেন স্টোকস অ্যান্ড কোংয়ের বিরুদ্ধে সেঞ্চুরিও পেতে পারতেন। ধর্মশালায় পঞ্চম টেস্ট ম্যাচে সেই সুযোগও মিলেছিল। কিন্তু, ধর্মশালা টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে ৬০ বলে ৫৬ রান করেই তিনি আউট হয়ে যান।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sunil Gavaskar, Sarfaraz Khan

Sunil Gavaskar-Sarfaraz Khan: সদ্যসমাপ্ত ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজেই সরফরাজের অভিষেক হয়েছে। (ছবি- ইনস্টাগ্রাম)

Sarfaraz Khan's response after Gavaskar: ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাসকারকে 'স্যরি' বললেন সরফরাজ খান। ইংল্যান্ড সিরিজে সরফরাজের আউট হওয়া নিয়ে সমালোচনা করেছেন গাভাসকার। ধারাভাষ্য দিতে গিয়ে, সরফরাজের আউট প্রসঙ্গে ডন ব্যাডম্যানের উপদেশের কথাও মনে করিয়ে দিয়েছেন। তারই প্রেক্ষিতে গাভাসকারকে 'স্যরি' বলেছেন সরফরাজ। তাঁর 'স্যরি' বলাটা গাভাসকারের কানে পৌঁছে দিতে দুবাইয়ের ব্যবসায়ী শ্যাম ভাটিয়াকেও অনুরোধ করেছে এই ভারতীয় ক্রিকেটার।

Advertisment

সদ্যসমাপ্ত ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজেই সরফরাজের অভিষেক হয়েছে। শুরু থেকেই সরফরাজ ক্রিকেটপ্রেমীদের মনে দাগ কেটেছেন। ঘরোয়া ক্রিকেটের এই রান মেশিন বেন স্টোকস অ্যান্ড কোংয়ের বিরুদ্ধে সেঞ্চুরিও পেতে পারতেন। ধর্মশালায় পঞ্চম টেস্ট ম্যাচে সেই সুযোগও মিলেছিল। কিন্তু, ধর্মশালা টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে ৬০ বলে ৫৬ রান করেই তিনি আউট হয়ে যান। তবে, সেই ৫৬ রানে ছিল আটটি চার ও একটি ছক্কা।

তৃতীয় সেশনের প্রথম বলে সরফরাজ শোয়েব বশিরের বলে জো রুটের হাতে ধরা পড়েন। তার আগে সরফরাজ আর দেবদত্ত পারিক্কল জুটি ৯৫ রান যোগ করেছিল। মুম্বইয়ের সরফরাজের এভাবে আউট হয়ে যাওয়াটা মেনে নিতে পারেননি গাভাসকার। তিনি বলেছেন, 'বলটা লাফিয়ে উঠেছিল। সেদিকে সরফরাজের নজর দেওয়ার দরকার ছিল। মনে রাখার দরকার ছিল যে, চা বিরতির পর প্রথম বলটি খেলছেন। ডন ব্যাডম্যান আমাকে বলেছিলেন, তিনি প্রতিটা বলের ওপর নজর রাখতেন। এমনকী, ২০০ রান যখন করে ফেলেছেন, তখনও বল থেকে নজর সরাতেন না। কারণ, তিনি ২০০ রান করলেও মনে করতেন যে তাঁর রানের পাশে ২০০ নয়, ০ রান লেখা আছে। আর, সেখানে যখন চা বিরতির পর প্রথম বল, তখন এমন শট খেলছেন।'

গাভাসকারের একথা বলার কারণ, পঞ্চম টেস্টের প্রথম সন্ধ্যায় সরফরাজকে বেশ কিছু টিপস দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের সানি। গাভাসকারের কাছে সরফরাজকে নিয়ে গিয়েছিলেন ব্যবসায়ী শ্যাম ভাটিয়াই। তিনি জানিয়েছেন, গাভাসকার পরামর্শ হিসেবে সরফরাজকে বলেছিলেন যে, ম্যাচে শট নির্বাচন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় ৪৫ মিনিট ধরে তিনি সরফরাজকে পরামর্শ দিয়েছিলেন গাভাসকার। কিন্তু, তারপর মাঠে নেমে সরফরাজ ভুলটা করে বসেন, শরীরটাকে না এগিয়েই বোকার মত শটটা নেন। তারফলে ব্যাটে খোঁচা লেগে ক্যাচ উঠে যায় আর, রুট ধরে ফেলেন।

আরও পড়ুন- ক্রিকেটার না হলে ক্যাটারিং করতেন, পুড়ে গিয়েছিল হাত-ও! জন্মদিনে চোখে এনে কাঁদলেন সিরাজ

সরফরাজের এই কাণ্ডে স্বভাবতই ক্ষুব্ধ হন গাভাসকার। তিনি ধারাভাষ্য দিতে গিয়ে সরফরাজের তীব্র সমালোচনা করেন। তারপরই ফের শ্যাম ভাটিয়ার দ্বারস্থ হন ভারতীয় দলে নবাগত সরফরাজ। তিনি শ্যাম ভাটিয়াকে অনুরোধ করে, গাভাসকারের কাছে তাঁর হয়ে 'স্যরি' বলে দেওয়ার জন্য। একইসঙ্গে রীতিমতো বাচ্চা ছেলের কায়দায় সরফরাজ শ্যাম ভাটিয়াকে বলেন, 'মিস্টার গাভাসকারকে বলুন যে আমি দুঃখিত। আমি ভুল করেছি। সেই ভুল আর করব না।'

Test cricket Sunil Gavaskar Indian Team Sarfaraz Khan
Advertisment