Satyanarayana Raju: মুম্বই ইন্ডিয়ান্সের আগুন পেসার, চেনেন সত্যনারায়ণ রাজুকে?

Satyanarayana Raju: ২৫ বছর বয়সি এই মিডিয়াম পেসার গত মরশুমে সকলের নজর কেড়েছিলেন। ২০২৪ সালের জানুয়ারি মাসে অন্ধ্র প্রদেশের হয়ে তিনি রনজি ট্রফিতে ডেবিউ করেন।

Satyanarayana Raju: ২৫ বছর বয়সি এই মিডিয়াম পেসার গত মরশুমে সকলের নজর কেড়েছিলেন। ২০২৪ সালের জানুয়ারি মাসে অন্ধ্র প্রদেশের হয়ে তিনি রনজি ট্রফিতে ডেবিউ করেন।

author-image
Koushik Biswas
New Update
Satyanarayana Raju

মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ পেসার সত্যনারায়ণ রাজু

Satyanarayana Raju Mumbai Indians: ইতিমধ্যে জমে উঠেছে ২০২৫ আইপিএল টুর্নামেন্ট। কিন্তু, চোটের কারণে আপাতত খেলতে পারছেন না জসপ্রীত বুমরাহ। আর সেকারণেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েছেন আনক্যাপড ক্রিকেটার সত্যনারায়ণ রাজু। রবিবার (২৩ মার্চ) আইপিএল এল ক্লাসিকোয় (মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস) চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ডেবিউ করলেন তিনি।

Advertisment

২৫ বছর বয়সি এই মিডিয়াম পেসার গত মরশুমে সকলের নজর কেড়েছিলেন। ২০২৪ সালের জানুয়ারি মাসে অন্ধ্র প্রদেশের হয়ে তিনি রনজি ট্রফিতে ডেবিউ করেন। এখনও পর্যন্ত রাজু সাতটি প্রথম শ্রেণীর ম্যাচ, সাতটি লিস্ট এ ম্যাচ এবং একই সংখ্যক টি-২০ ম্যাচ খেলেছেন। ২০২৫ আইপিএল টুর্নামেন্টের মেগা নিলামে মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ৩০ লাখ টাকার বিনিময়ে দলে নিয়েছে।

এর পাশাপাশি ২০২৪ অন্ধ্র প্রিমিয়ার লিগে রাজু সকলের নজর কেড়ে নিয়েছিলেন। রায়ালাসিমা কিংসের হয়ে তিনি আটটি ম্যাচে মোট ৮ উইকেট শিকার করেছিলেন। এর পাশাপাশি ২০২৪-২৫ মরশুমের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনি ৭ ম্যাচ খেলেন। এই ম্যাচেও তিনি সাতটি উইকেট শিকার করেন। বোলিং গড় ২৬.৮৫ এবং ইকোনমি রেট ৮.২৩।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, রবিবার মুম্বইয়ের হয়ে রাজু ১১ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। একটি ডেলিভারি খেলে তিনি মাত্র ১ রানই করেছেন। মুম্বই এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান করেছে। দ্বিতীয় ইনিংসে ট্রেন্ট বোল্ট এবং দীপক চাহারের সঙ্গে কেমন বল করেন তিনি, সেটাই আপাতত দেখার।

IPL Chennai Super Kings Mumbai Indians