/indian-express-bangla/media/media_files/2025/03/29/IuV8ZfXMAEoq7HlxEMTI.jpg)
সত্যনারায়ণ রাজুকে জড়িয়ে ধরলেন হার্দিক পান্ডিয়া
/indian-express-bangla/media/media_files/2025/03/29/OcaYQ8ikSJv3LyUux3U1.jpg)
গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স
২০২৫ ইন্ডিয়ান সুপার লিগ (IPL) ইতিমধ্যেই বেশ জমজমাট হয়ে উঠেছে। প্রতিদিনই এই টুর্নামেন্টে গড়ে উঠছে কোনও না কোনও রেকর্ড। ভাঙছেও তেমন সমানুপাতিক হারে। এই যেমন শনিবার (২৯ মার্চ) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম গুজরাট টাইটান্স ম্য়াচে গড়ে উঠল একটি অন্য রেকর্ড। আইপিএল ইতিহাসের শ্লথতম বলের রেকর্ড! শুনে অবাক হচ্ছেন? আসুন, তাহলে বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক।
/indian-express-bangla/media/media_files/2025/03/29/BAGsRaeFoPGnfzvcqirf.jpg)
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত হার্দিকের
অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছে। টস জিতে মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত ২০ ওভার শেষে গুজরাট টাইটান্স ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান করেছে। ইতিমধ্যে মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ পেস বোলার সত্যনারায়ণ রাজু এক অভিনব কৃতিত্ব কায়েম করলেন। ১৩ ওভারে তিনি জস বাটলারের সামনে অসাধারণ একটি বোলিং বৈচিত্র্য দেখালেন। করলেন আইপিএল ইতিহাসের শ্লথতম ডেলিভারি।
/indian-express-bangla/media/media_files/2025/03/29/5pvL6CczJxVXReWZnDA7.jpg)
সামনে ছিলেন জস বাটলার
রাজুর হাত থেকে বলটা বেরিয়ে আসার পর, তা বাটলারের কাছে পৌঁছতে বেশ খানিকটা সময় নেয়। গুজরাট টাইটান্সের এই ব্রিটিশ ক্রিকেটার যথেষ্ট সময় নিয়ে ব্যাটটা চালান এবং বলটা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন।
/indian-express-bangla/media/media_files/2025/03/29/cFuiulBb92ziXdtpwRcd.jpg)
শর্ট বলের চেষ্টা
আসলে রাজু শর্ট বল করতে গিয়েছিলেন। কিন্তু, তাঁর ডেলিভারিতে কোনও গতি ছিল না। বাটলার শট নেওয়ার আগে যথেষ্ট সময় হাতে পেয়েছিলেন। তিনি পুল শট হাঁকিয়ে বলটা স্টেডিয়ামের বাইরে বের করে দেন।
/indian-express-bangla/media/media_files/2025/03/29/hgYwvrvc6QGjP2XSVUOx.jpg)
রোহিতের সঙ্গে আলোচনা
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলা শুরু হওয়ার আগে মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে বেশ খানিকক্ষণ আলোচনা করেছিলেন রাজু। হার্দিক প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করার পর ১৩ ওভারে রাজুর হাতে বল তুলে দেন।
/indian-express-bangla/media/media_files/2025/03/29/tDDy9Utbx8yzvGqHZqmY.jpg)
রানের বন্যা
ব্যক্তিগত প্রথম ওভারে রাজু ১২ রান দেন। এরপর ডেথ ওভারে আবারও তাঁকে ফিরিয়ে আনা হয়েছিল। সেখানেও তিনি ১৯ রান দেন। অবশেষে শেষ ওভারে রশিদ খানের উইকেট শিকার করলেও ১০ রান দিয়ে ফেলেন।
/indian-express-bangla/media/media_files/2025/03/29/e6ctXCtzynVVJrobrBex.jpg)
পরবর্তী ম্য়াচে সুযোগ নিয়ে প্রশ্ন
অর্থাৎ ৩ ওভারে তিনি মোট ৪০ রান খরচ করেছেন। এই পরিস্থিতিতে আগামী ম্য়াচে তাঁকে দলের প্রথম একাদশে রাখা হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।