গত সপ্তাহে আল ইত্তেফাকের বিরুদ্ধে ১-৩ গোলে বিধ্বস্ত হয়েছে আল নাসের। আর রোনাল্ডোর খারাপ ফর্ম ফেলে একবার সমালোচনার মুখে ঠেলে দিয়েছে সুপারস্টারকে। সোশ্যাল মিডিয়ায় এক ভাইরাল ভিডিওয় আল নাসেরের ডিরেক্টরকে এবার বিতর্কিত বক্তব্য রাখতে দেখা গেল। দলের হারে যিনি সরাসরি রোনাল্ডোকে নিশানা করেছেন।
বিষ্ফোরক বিতর্কিত ভিডিওয় আল নাসেরের ডিরেক্টরকে বলতে শোনা গিয়েছে, "এখান থেকে বেরিয়ে যাও। ২০০ মিলিয়ন ইউরো খরচা করেছি আমরা। আর রোনাল্ডো স্রেফ জানে কীভাবে 'সিউ' বলতে হয়। এটা মানা যাচ্ছে না।"
আরও পড়ুন: মেসি-নেইমার-এমবাপের জন্যই ডুবছে PSG! পয়েন্ট নষ্ট করতেই এবার 'কষিয়ে চড়' ক্যাপ্টেনের
রোনাল্ডোর খেলায় এর আগে হতাশা প্রকাশ করেছিলেন আল নাসের সমর্থকরাও। সৌদি আরবের সুপার কাপের সেমিতে হেরে ছিটকে যাওয়ার পর ভাইরাল এক ভিডিওয় দেখা যাচ্ছে কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামের বাইরে বেশ কিছু আল নাসের সমর্থক বিখ্যাত ৭ নম্বর জার্সি পায়ে মাড়িয়ে যাচ্ছেন। সেই ভিডিও দেখেই ফুটবল মহলের ব্যাখ্যা, রোনাল্ডোর পারফরম্যান্সে ইতিমধ্যেই অসন্তুষ্ট হয়ে পড়েছেন সমর্থকরা।
এর মধ্যেই আল নাসের কোচ রুডি গার্সিয়া ইঙ্গিত দিয়েছেন, রোনাল্ডো ইউরোপে ফিরতে পারেন। সাংবাদিক সম্মেলনে আল নাসেরের ফরাসি কোচ জানিয়ে দিয়েছেন, “ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দলের পক্ষে দারুণ সংযোজন। ও ডিফেন্ডারদের ঘেঁটে দিতে পারে। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার ও। আল নাসেরেই ও কেরিয়ার খতম করবে না। ইউরোপে রোনাল্ডো আবার ফিরবে।”
আরও পড়ুন: বিশ্বকাপে টেনশনের ম্যাচে চরম ‘কুকীর্তি’ করেছিলেন! আক্ষেপে ভেসে নিজের ‘দোষ স্বীকার’ মেসির
পিয়ার্স মর্গ্যানকে দেওয়া বিষ্ফোরক সাক্ষাৎকারের পর রোনাল্ডোর সঙ্গে চুক্তি বাতিল করে দেয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সেই সাক্ষাৎকারেই রোনাল্ডো জানিয়েছিলেন, তাঁর ইউরোপে অবসর নেওয়ার ইচ্ছা ছিল।
Read the full article in ENGLISH