/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/ronaldo-nassr.jpg)
গোটা কেরিয়ার জুড়েই দুরূহ সমস্ত গোল করেছেন। অবিশ্বাস্য সব গোলে গোটা ফুটবল দুনিয়ার কুর্নিশ আদায় করে নিয়েছেন। গোল শিকারি বলা হয় তাঁকে। তবে সাম্প্রতিক সময়ে রোনাল্ডো যেন নিজের পুরোনো ফর্মের ছায়ামাত্র।
সৌদিতে আগমনের পর থেকে রোনাল্ডো মাত্র দুটো গোল করেছেন। তাও আবার পিএসজির জার্সিতে এক প্রদর্শনী ম্যাচে। যে ম্যাচে পিএসজি ৫-৪ গোলে জয়লাভ করে। তারপরে থেকে এল নাসের সৌদি সুপার কাপের সেমিফাইনালে হেরে বসেছে আল ইত্তিহাদের বিপক্ষে। তারপরে থেকেই রোনাল্ডোর ফর্ম নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে।
সেই ম্যাচের পর রোনাল্ডোকে হারের জন্য সরাসরি দায়ীও করেন কোচ রুডি গার্সিয়া। ম্যাচের হারের অন্যতম কারণ দর্শাতে গিয়ে গার্সিয়া বলে দিয়েছিলেন, "যে বিষয়টি ম্যাচের গতি বদলে দিয়েছিল তা হল প্রথমার্ধে রোনাল্ডোর সহজ গোলের সুযোগ নষ্ট করা।" তার আগে সৌদি প্রো লিগের অভিষেকে রোনাল্ডো গোল না পেলেও এল নাসের জিতেছিল ইত্তেফাক এফসির বিপক্ষে।
শুক্রবার সৌদি লিগে খেলতে নেমে আল নাসের ফের পয়েন্ট নষ্ট করল। আল ফাতেহ-র বিপক্ষে ২-২ গোলে ড্র করলেন রোনাল্ডোরা। এই ম্যাচেই ফাঁকা গোলকিপারকে পেয়েও গোল করতে পারলেন না সিআরসেভেন। বক্সের মধ্যে থেকে ফের সহজ সুযোগ নষ্ট করে বসেন তারকা।
প্রথমার্ধে আল নাসের যখন পিছিয়ে ছিল, সেই সময়েই আল নাসেরের তারকা ফরোয়ার্ড তালিস্কার শট পোস্টে লেগে ধাক্কা খায়। রিবাউন্ড থেকে ছিটকে আসা বল স্রেফ জালে জড়ানোর অপেক্ষা ছিল। তবে রোনাল্ডো সটান ছক্কা হাঁকিয়ে দেন বারপোস্টের ওপর দিয়ে।
كريستيانو رونالدو يهدر فرصة تسجيل هدف التعادل 🥅#الفتح_النصر | #CR7 | #SSCpic.twitter.com/zUWZy8sHcN
— شركة الرياضة السعودية SSC (@ssc_sports) February 3, 2023
তবে শেষমেশ রোনাল্ডোই পরিত্রাতা হয়ে দাঁড়ালেন আল নাসেরের। প্রথমার্ধে ক্রিশ্চিয়ান তেলোর গোলে আল ফাতেহ লিড নেওয়ার পর বিরতির আগেই নাসেরের হয়ে গোলশোধ করে দেন তালিস্কা। এরপরে ৫৮ মিনিটে বেনডেভকা ফের একবার ফাতেহকে ২-১'ও এগিয়ে দেন। সংযোজিত সময়ের একদম শেষ লগ্ন পর্যন্ত এই লিড ধরে রাখে ফাতেহ। তবে ৯৬ মিনিটে পেনাল্টি থেকে রোনাল্ডোর গোল দলের হার বাঁচিয়ে যায়।
Read the full article in ENGLISH