ইন্ডিয়ান সুপার লিগে প্রত্যেক দলের স্কোয়াডে তিনজন ডেভেলপমেন্টাল ফুটবলার রাখা বাধ্যতামূলক। এর আগে লাল হলুদে ডেভেলপমেন্টাল ফুটবলারের কোটায় চুক্তিবদ্ধ হয়েছিলেন লালরিনলিয়ানা হামতে এবং অমরজিৎ কিয়াম। সেই তালিকায় নয়া সংযোজন মণিপুরের সাইখম গৌতম সিং।
পুরোনো সংসারে ফেরার পরে গৌতম সিং জানিয়েছেন, "ইস্টবেঙ্গল স্কোয়াডে যুক্ত হতে পেরে ভাল লাগছে। বাকিদের কাছ থেকে শেখার জন্য মুখিয়ে রয়েছি। এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে চাই।"
এদিকে দল গঠন পর্ব সমাপ্ত হয়ে গেলেও ইস্টবেঙ্গলে ক্রমশ চিন্তার ভাঁজ ড্যানিয়েল চিমাকে ঘিরে। গোয়ায় সমস্ত বিদেশিরা হাজির হয়ে গেলেও এখনও দেখা নেই নাইজেরীয় তারকার। ভিসা সংক্রান্ত জটিলতায় ভারতে আগমন আটকে গিয়েছে তাঁর। এমনিতে ভারতে আসার পরে আট দিনের কোয়ারেন্টিন নিয়ম বাধ্যতামূলক। কোচ মানোলো সহ বিদেশিরা কোয়ারেন্টিন পর্ব শুরু করে দিলেও চিমার অনুপস্থিতিতে চিন্তা বাড়ছে।
পুরো আইএসএল এবার বায়ো বাবলে হবে গত বারের মত। যেখানে মাঠে দর্শক প্রবেশের অনুমতি থাকছে না। জানা গিয়েছে, দু ডোজ ভ্যাকসিন নেওয়া থাকলে কোয়ারেন্টিনের মেয়াদ আটদিন। আর সিঙ্গল ডোজ থাকলে অতিরিক্ত তিনদিন নিভৃতবাসে থাকতে হবে।
কবে চিমা আসে, সেদিকেই আপাতত নজর লাল হলুদের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন