ইস্টবেঙ্গল: ০
মুম্বই সিটি এফসি: ৩ (লেফোন্দ্রে-২, সান্তানা)
ঠিক যেন টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্লুলেস। তেমনই ইস্টবেঙ্গল। আইএসএলের প্রথম দুই ম্যাচ খেলতে নেমেই জোড়া হার হজম করল লাল হলুদ ব্রিগেড। ডার্বিতে জোড়া গোল হারের পর মুম্বইয়ের বিরুদ্ধে রবি ফাউলারের দল চূর্ণ হল ০-৩ গোলে। জোড়া গোল করে গেলেন ব্রিটিশ স্ট্রাইকার অ্যাডাম লেফোন্দ্রে। বাকি গোল সান্তানার।
এবারের টুর্নামেন্টের অন্যতম সেরা দল বলা হচ্ছে সের্জিও লোবেরার মুম্বই সিটি এফসিকে। কেন, তা স্প্যানিশ কোচ বুঝিয়ে দিলেন ইস্টবেঙ্গল ম্যাচেই। শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলে গেল মুম্বই। একইভাবে আক্রমণাত্মক ফুটবল। সেই ফুটবলের কার্যত উড়ে গেল ফাউলারের স্ট্র্যাটেজি। ইস্টবেঙ্গলের দুর্বল রক্ষণভাগের পূর্ণ ফায়দা ওঠাল লোবেরার দল।
ইস্টবেঙ্গল প্রথম ধাক্কা খায় ক্যাপ্টেন ড্যানি ফক্স চোট পেয়ে মাত্র ৫ মিনিটেই বেরিয়ে যাওয়ায়। অভিজ্ঞ ডিফেন্ডারকে হারানোর সেই ধাক্কা আর সহ্য করতে পারেনি ইস্টবেঙ্গল। সারাক্ষণই তারপর আক্রমণের ঢেউ তুলে যেন মন্দার রাও দেশাই, লেফোন্দ্রেরা।
২০ মিনিটেই প্রথম গোল করে যান লেফোন্দ্রে। প্রতি আক্রমণভিত্তিক ফুটবলের দুরন্ত দৃষ্টান্ত। রোলিন বর্জেস কোনাকুনি পাস বাড়িয়েছিল বৌমাসকে। বৌমাসের কাছ থেকে পাস পেয়ে গোল করতে ভুল করেননি লেফোন্দ্রে। এরপর বেশ কিছু আক্রমণ শানালেও গোল করতে পারেনি মুম্বই।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল পেয়ে যায় মুম্বই। ৪৭ মিনিটে পেনাল্টি পায় মুম্বই। বক্সের মধ্যেই দেবজিত বৌমাসকে ফাউল করেন। পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে যান লেফোন্দ্রে। নিজের কেরিয়ারের ৬০০ তম আন্তর্জাতিক ম্যাচ জোড়া গোল করে স্মরণীয় করে রাখলেন তিনি।
ঠিক ১০ মিনিট পরেই আরো একটি গোল। এবার গোলদাতা সান্তানা। ফ্রি কিক থেকে এবার গোল তিন টাচে। জাহউ পাস বাড়িয়েছিলেন বৌমাসকে। ফরাসি তারকা হালকা টাচে বল বাড়ান বক্সের সেন্টারে থাকা সান্তানাকে। সেখান থেকে জোরালো শটে তৃতীয় গোল তাঁর।
এরপর ইস্টবেঙ্গল তিনটে পরিবর্তন করে। বলবন্ত, সুরচন্দ্র এবং ওয়াহেংবান লুয়াংকে বসিয়ে যথাক্রমে ফাউলার নামান জেজে, শেহনাজ সিং এবং অভিষেক আম্বেকরকে। তবে তা ম্যাচে কোনো প্রভাব ফেলে নি।
মুম্বই সিটি এফসি:
অ্যাডাম লেফোন্দ্রে (ওগবেচে), অমরিন্দর সিং, মৌরতাদা ফল, হার্নান, মহম্মদ রাকিপ, দক্ষিণামূর্তি, রওলিন বর্হেস, যাহোই, বিপিন সিং, হুগো বৌমাস এবং মন্দার রাও দেশাই
ইস্টবেঙ্গল:
দেবজিত মজুমদার, ড্যানি ফক্স (মহম্মদ রফিক), স্কট নেভিল, নারায়ণ দাস, মহম্মদ ইরশাদ, ম্যাটি স্টেইনম্যান, লুওয়াং (শেহনাজ সিং), জ্যাক মাগোমা, এন্থনি পিকলিংটন, সুরচন্দ্র সিং (অভিষেক আম্বেকর) এবং বলবন্ত সিং (জেজে)
আরো পড়ুন: EXCLUSIVE: মরিনহোর মতোই ধুরন্ধর হাবাস, এটিকেএমবি প্লে অফে! বলছেন এলকো
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন