Nitish Kumar Reddy in India's squad for Australia Tour: অস্ট্রেলিয়া সফরের জন্য টিম ম্যানেজমেন্টের ভাবনায় ভালোভাবেই রয়েছেন নীতিশ কুমার রেড্ডি। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে লেখা হয়েছে, অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক মন্ডলী নীতিশকে সিম বোলিং অলরাউন্ডার হিসাবে ব্যবহার করতে চায় বর্ডার গাভাসকার সিরিজে।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নিয়মিত খেলা নীতিশ সম্প্রতি জাতীয় দলের হয়ে অভিষেক ঘটিয়েছেন টি২০ স্কোয়াডে। বাংলাদেশ সিরিজে তিনটে ম্যাচেই অংশ নিয়েছিলেন। পুনেতে দ্বিতীয় টেস্টের পরেই নির্বাচকদের একত্রে বসার কথা।
নভেম্বরে ১০-এ ভারতীয় দল পারথের উদ্দেশ্যে রওনা দেবে। পাঁচ টেস্টের লম্বা সিরিজ হওয়ার জন্য ভারত বড়সড় দল নিয়ে অস্ট্রেলিয়া রওনা হচ্ছে। থাকছেন নেট বোলাররাও। জানা যাচ্ছে, নির্বাচকরা শার্দূল ঠাকুরের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়েও একপ্রস্থ আলোচনা করেছেন। যিনি গাব্বায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। চোট সরিয়ে শার্দূল বর্তমানে মুম্বইয়ের হয়ে রঞ্জিতে খেলছেন।
জানা যাচ্ছে সিম বোলিং অলরাউন্ডার হিসাবে রেড্ডি অথবা শার্দূল যে কোনও একজনকে নিয়ে যাওয়া হবে। রেড্ডি ধরা হচ্ছে ভবিষ্যতের তিন ফরম্যাটের তারকা হিসাবে। এদিকে, ২০২৩-এর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পর শার্দূল ঠাকুর জাতীয় দলের হয়ে আর আন্তর্জাতিক ম্যাচে অংশ নেননি। তবে নিয়মিত ঘরোয়া ক্রিকেটে অংশ নিয়েছেন।
অস্ট্রেলিয়া-এ দলের বিপক্ষে ভারতীয় এ দল মুখোমুখি হচ্ছে কিছুদিনের মধ্যেই। সেই সিরিজের ফর্ম রেড্ডির কেরিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে। অক্টোবরের ৩১ এবং নভেম্বরের ৭-এ দুটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলবে দুই দল। প্রতিদিন ১০-১৫ ওভার বোলিং করার ধকল নীতিশ নিতে পারেন কিনা, সেটাই দেখে নেবেন নির্বাচকরা। তারপরেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
প্ৰথম টেস্টের আগে আন্তঃস্কোয়াড ম্যাচ রয়েছে। সেই স্কোয়াডে ভালো পারফর্ম করে নির্বাচকদের প্রভাবিত করার সুযোগও থাকছে তাঁর কাছে। অন্ধ্রপ্রদেশের এই ব্যাটিং অলরাউন্ডার প্ৰথম শ্রেণির ক্রিকেটে ২১টি ম্যাচ খেলেছেন। মিডল অর্ডারে ভরসা জাগানো ব্যাটিং করার পাশাপাশি মিলিটারি গতিতে বোলিংও করতে পারেন। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য নির্বাচকরা ছয় পেসারকে নিয়ে স্কোয়াড সাজাতে চলেছেন।
READ THE FULL ARTICLE IN ENGLISH