প্রতিবাদী কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শন করছে সংযুক্ত কিসান মোর্চা ফলে রবিবার যন্তর মন্তরে হাজার হাজার কৃষকের সমাবেশ হতে চলেছে বলে ধারণা প্রশাসনের। রবিবার নয়া সংসদ ভবন উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী আর এদিনেই নয়া সংসদ ভবনের কাছে 'মহিলা সম্মান মহাপঞ্চায়েত' বসানো হবে বলে ইতিমধ্যেই জানিয়েছেন প্রতিবাদী কুস্তিগীর ভিনেশ ফোগাট।
ইতিমধ্যেই টিকরি সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে খাপ পঞ্চায়েত নেতা এবং দলে দলে কৃষকরা আজ দিল্লির নতুন সংসদ ভবনের দিকে প্রতিবাদী কুস্তিগীরদের প্রতিবাদ সভায় যোগ দেবেন। জাতীয় কুস্তি সংস্থার (WFI) প্রেসিডেন্ট তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহের (Brij Bhushan Singh) গ্রেফতারির দাবিতে আন্দোলন করছেন জাতীয় স্তরের কুস্তিগিররা। তাঁর বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। এবার একই দাবিতে সুর মেলালেন কৃষকদের বড় অংশ। সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে ইতিমধ্যেই নিরাপত্তার কড়াকড়ি বাড়িয়েছে দিল্লি পুলিশ।
যাঁকে নিয়ে এত তোলপাড়, সেই ব্রিজভূষণ শরণ সিংহ কোনও অভিযোগ মানতে রাজি নন। বরং তাঁর পাল্টা চ্যালেঞ্জ, একটা অভিযোগও প্রমাণ হলে গলায় দড়ি দেবেন। প্রসঙ্গত, সর্বভারতীয় রেসলিং ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ সিংহয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন সাত মহিলা কুস্তিগীর। তার প্রেক্ষিতেই দিল্লি পুলিশের তরফে সুপ্রিম কোর্টকে জানানো হয় যে তাঁরা এফআইয়ার দায়ের করার জন্য প্রস্তুত। বারবার পুলিশে অভিযোগ জানিয়ে এসেছিলেন ফেডারেশনের ৭ জন মহিলা কুস্তিগীর। অভিযোগ, তাতে প্রাথমিকভাবে কর্ণপাত করেন পুলিশ। তবে পরে নত হতে হয় তাদের।
২৩ এপ্রিল থেকে বিক্ষোভকারীরা যন্তর মন্তরে তাদের প্রতিবাদ জারি রেখেছেন। সেখান থেকে নয়া সংসদ ভবন চত্বর প্রায় ৩ কিলোমিটার দূরে। নতুন সংসদ ভবনের উদ্বোধনের আগে দিল্লি জুরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লি পুলিশের স্পেশাল সিপি দীপেন্দর পাঠক এএনআইকে বলেছেন, "আমরা নতুন সংসদ ভবনের উদ্বোধনকে কোন ভাবেই ব্যাহত করতে দেব না। উদ্বোধন অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দিল্লি পুলিশ পুরোপুরি প্রস্তুত।"
এদিকে প্রতিবাদী কুস্তিগীররা দাবি করেছেন, “আজ রবিবার তারা যে কোনও মূল্যে নতুন সংসদ ভবনের কাছে তাদের "মহিলা মহাপঞ্চায়েত" নিয়ে এগিয়ে যাবেন। দিল্লি পুলিশ মৌলানা আজাদ রোড, আইটিও রোড এবং অন্যান্য সীমান্ত এলাকাতেও ব্যারিকেড বসিয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ক্রমাগত চলছে নজরদারি। দিল্লি পুলিশের বিশেষ সিপি (আইন ও শৃঙ্খলা), দেবেন্দ্র পাঠ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, “আমরা আমাদের দেশের ক্রীড়াবিদদের সম্মান করি, কিন্তু আমরা নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে কোন প্রকার ঝামেলার আঁচ পড়তে দেব না”। তিনি বলেন, ‘গাজীপুর সীমান্তে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং পুলিশ বিক্ষোভকারীদের আইন লঙ্ঘন না করার জন্য অনুরোধ করেছে অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে’।
মহাপঞ্চায়েতের আগে, বিকেইউ নেতা রাকেশ টিকাইত পুলিশকে সতর্ক অরে কৃষকদের অযথা হয়রানি না করার জন্য সতর্ক করেছেন। tতিনি বলেন, "আমরা প্রতিবাদী কুস্তিগীরদের পাশে রয়েছি। যদি আমাদের মিছিলের অনুমতি না দেওয়া হয়, তাহলে আমরা এখানেই বসে থাকব (মুজাফফরনগরে)। কৃষকরা ট্রাক্টর নয়, যানবাহনে চেপে দিল্লি সীমান্তে পৌঁছাবে," । এদিকে প্রতিবাদী কুস্তিগীরদের তরফে
ভিনেশ ফোগাট সংবাদ সংস্থা এএনআইকে বলেন, “রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই) প্রধান এবং বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দেশের শীর্ষস্থানীয় কুস্তিগীররা দিল্লির যন্তর মন্তরে জড়ো হওয়ার এক মাস হয়ে গেছে, কিন্তু তার বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। সাতজন মহিলা কুস্তিগী যৌন হয়রানির অভিযোগ এনেছেন। তার মধ্যে একজন নাবালক, মহিলা সম্মান মহাপঞ্চায়েত যে কোন মূল্যে অনুষ্ঠিত হবে”।
এদিকে আজকের এই মহাপঞ্চায়েতের কোন অনুমতি মেলেনি দিল্লি পুলিশের তরফে। এবিষয়ে দিল্লি পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ‘মহাপঞ্চায়তের জন্য কোন অনুমতি দেওয়া হয়নি', সংসদ ভবনের কাছে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে’। ,