আইপিএলের উত্তাপের মাঝে টিম ইন্ডিযার বিশ্বকাপের দল বেছে ফেললেন নির্বাচকরা। ব্য়াটিং অর্ডারে চার নম্বর জায়গা নিয়ে উত্তাল হয়েছিল নির্বাচনী বৈঠক। সেই জায়গায় বিজয় শঙ্করকেই খেলানো হবে বিশ্বকাপে।
ইংল্য়ান্ডের বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির ডেপুটি হিসেবে কোন উইকেটকিপার হিসেবে থাকবেন তা নিয়ে লড়াই মূলত ছিল ঋষভ পন্থ ও দীনেশ কার্তিকের মধ্যে। শেষমেশ দেখা গেল, নির্বাচকরা তরুণ তুর্কি ঋষভের উপরে ভরসা করতে পারলেন না। বদলে কিছুটা অপ্রত্যাশিতভাবেই স্কোয়াডে রাখা হয়েছে দীনেশ কার্তিককে। অভিজ্ঞতাতেই দীনেশ কার্তিক জায়গা পেলেন দলে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত কয়েকমাস ধরেই ছন্দে রয়েছেন দিল্লির তরুণ কিপার ঋষভ। তবে আসল সময়েই দলে জায়গা পেলেন না তিনি।
আরও পড়ুন: স্মিথ-ওয়ার্নারকে নিয়েই বিশ্বকাপের দল সাজাল অস্ট্রেলিয়া
লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান অথবা ধাওয়ান-রোহিত ওপেনিং কম্বিনেশনে বিশ্বকাপে রণকৌশল সাজাচ্ছে ভারত। কোহলি প্রত্যাশিত ভাবেই চার নম্বরে। রবিবার ইডেনে সুরেশ রায়নার ঝোড়ো ইনিংস দেখে বিশ্বকাপের দলে অনেক ক্রিকেট সমর্থকই প্রত্যাবর্তনের আশা করেছিলেন তারকার। তবে সেই জল্পনা বেশি বাড়তে দেননি নির্বাচকরা।
তিন পেসারের জায়গায় জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমারের নাম প্রত্যাশিতই ছিল। ইংল্যান্ডের সিমিং কন্ডিশনে হার্দিক পাণ্ডিয়া বেশ উপযোগী হতে পারেন সিমিং অলরাউন্ডার হিসেবে। দুই স্পিনার হিসেবেও যুজবেন্দ্র চহাল ও কুলদীপ যাদবের সিলেকশন প্রায় পাকা ছিল। তবে জাদেজার নির্বাচন অনেকটাই অপ্রত্যাশিত।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬ জুন বিশ্বকাপে অভিযান শুরু করছে ভারতীয় দল। ভারতীয় সময়ে খেলা শুরু বিকেল তিনটেয়। খেলা হবে হ্যাম্পশায়ারের রোজ বোল স্টেডিয়ামে।
বিশ্বকাপে পূর্ণ ভারতীয় দল: মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, লোকেশ রাহুল, কেদার যাদব, হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহাল, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিজয় শঙ্কর, দীনেশ কার্তিক