/indian-express-bangla/media/media_files/2025/03/25/kpbaFjPTbQT2n9gQvHK8.jpg)
Priyansh Arya: অভিষেকেই বাজিমাত করলেন প্রিয়াংশ আর্য। (ছবি- আইপিএল)
Priyansh Arya’s Explosive IPL Debut: 47 Runs Off 23 Balls for Punjab Kings: আইপিএল ২০২৫-এ তাঁর প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের তরুণ ওপেনার প্রিয়াংশ আর্য নিজের অসাধারণ প্রতিভার ঝলক দেখালেন। অভিষেক ম্যাচেই বিধ্বংসী ব্যাটিং করে তিনি ২৩ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেললেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৭টি চার ও ২টি বিশাল ছক্কা। যা গুজরাট টাইটানসের বিরুদ্ধে পাঞ্জাব কিংসকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত রশিদ খানের বলে তিনি সাই সুদর্শনের হাতে ধরা পড়েন।
প্রিয়াংশর ব্যাটিংয়ে নিয়ে অনুরাগীদের অনেক প্রত্যাশা প্রথম থেকেই ছিল। সেই প্রত্যাশার চাপ নিয়ে মঙ্গলবার তিনি গুজরাটের বিরুদ্ধে ম্যাচের প্রথম বল থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করেন। যাতে চাপে পড়ে যান গুজরাটের বোলাররা। পাওয়ারপ্লেতে তাঁর এই অসাধারণ ব্যাটিং পাঞ্জাব কিংসকে ভরসা জোগায়।
𝐏𝐫𝐢𝐲𝐚𝐧𝐒𝐡𝐡𝐡 🤫#PriyanshArya#PunjabKings#IPL2025#GTvPBKS#BasJeetnaHaipic.twitter.com/yaofWuLzGb
— Punjab Kings (@PunjabKingsIPL) March 25, 2025
তাঁর সম্পর্কে কোচ রিকি পন্টিং আগেই বলেছেন, 'প্রিয়াংশ সত্যিই এক বিশেষ প্রতিভা। ওঁর মধ্যে আত্মবিশ্বাস আছে, যা বড় মঞ্চে দরকার। এই আইপিএল ওঁর কেরিয়ারের জন্য বড় প্রেরণা হয়ে থাকবে।' আর প্রিয়াংশ বলেছিলেন, 'এটা এক স্বপ্নের মত অনুভূতি। ছোটবেলা থেকেই আইপিএল দেখেছি, এবার খেলব।'
২৪ বছর বয়সি এই ব্যাটসম্যান ২০২৪-২৫ সৈয়দ মুশতাক আলি ট্রফির উদ্বোধনী দিনে ভূবনেশ্বর কুমার ও পীযূষ চাওলার বিরুদ্ধে ব্যাটিং করে ৪৩ বলে ১০২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। তাঁর সেই পারফরম্যান্সের পরই আইপিএল নিলামে প্রিয়াংশকে নেওয়ার প্রতিযোগিতা তীব্র হয়। শেষ পর্যন্ত পাঞ্জাব কিংস তাঁকে ৩.৮ কোটি টাকায় কিনেছে।
প্রিয়াংশ আর্য দিল্লির মধ্যবিত্ত পরিবারের ছেলে। ৯-১০ বছর বয়সে তাঁকে সঞ্জয় ভরদ্বাজের ক্রিকেট একাডেমিতে ভর্তি করা হয়েছিল। সেখানে তিনি গৌতম গম্ভীর, নীতীশ রানা ও উন্মুক্ত চাঁদকে কাছ থেকে অনুশীলন করতে দেখার সুযোগ পান।
দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করা প্রিয়াংশ আগেই বলেছিলেন, 'সব মা-বাবার জন্য। ছোটবেলা থেকেই ওঁরা আমার পাশে দাঁড়িয়েছেন। পড়াশোনায় মনোযোগী না হলেও ক্রিকেট খেলতে দিয়েছেন। অথচ, ওঁরা কিছুই জানতেন না ক্রিকেট সম্পর্কে। কারণ, ওঁদের সব বন্ধুরা শিক্ষক। তবুও ওঁরা আমাকে থামাননি। তাই এই সাফল্য পুরোপুরি ওঁদের জন্যই।'
প্রিয়াংশর স্বপ্ন, তিনি জসপ্রীত বুমরা ও তাঁর বন্ধু আয়ুশ বাদোনির বিরুদ্ধে খেলতে চান। তাঁদের বলে ছক্কা হাঁকাতে চান। এর আগে ২০২০ সালে তিনি নিয়মের জাঁতাকলে পড়ে যশস্বী জয়সওয়ালের সঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওপেন করার সুযোগ হারান। সেই না পাওয়াটাই এবারের আইপিএলে সুদে-আসলে পুষিয়ে নিতে চান এই যুবক।