East Bengal New Footballer: লাল-হলুদ সমর্থকদের জন্য বিরাট দুঃসংবাদ! ইস্টবেঙ্গলে আসছেন না তারকা বিদেশি

East Bengal FC News: জানা গেছে, ইভানের পরিবার ভারতে এসে থাকতে রাজি নয়। তাই আশা জাগিয়েও লাল-হলুদে এই মরশুমে দেখা যাবে না দৈত্যাকার এই ডিফেন্ডারকে।

East Bengal FC News: জানা গেছে, ইভানের পরিবার ভারতে এসে থাকতে রাজি নয়। তাই আশা জাগিয়েও লাল-হলুদে এই মরশুমে দেখা যাবে না দৈত্যাকার এই ডিফেন্ডারকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ivan Miladinovic: পরিবার রাজি না হওয়ায় ইস্টবেঙ্গলে সই করছেন না ইভান মিলাদিনোভিচ

Ivan Miladinovic: পরিবার রাজি না হওয়ায় ইস্টবেঙ্গলে সই করছেন না ইভান মিলাদিনোভিচ

Ivan Miladinović will not join East Bengal: লাল-বলুদ সমর্থকদের জন্য বিরাট দুঃসংবাদ। ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিতে আগ্রহী হলেও ভারতে আসছেন না সার্বিয়ান ডিফেন্ডার ইভান মিলদানোভিচ। ইস্টবেঙ্গলের তরফে চুক্তিপত্র পাঠানো হয়েছিল ইভানের কাছে। তা দেখে রাজিও হয়েছিলেন। কিন্তু পরিবারের সঙ্গে আলোচনার পরই মত পাল্টান তিনি। জানা গেছে, ইভানের পরিবার ভারতে এসে থাকতে রাজি নয়। তাই আশা জাগিয়েও লাল-হলুদে এই মরশুমে দেখা যাবে না দৈত্যাকার এই ডিফেন্ডারকে।

Advertisment

প্রাথমিকভাবে ইস্টবেঙ্গলের কন্ট্রাক্ট পছন্দ হয়েছিল ইভানের। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কয়েকদিন আগে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে সময় চেয়েছিলেন সার্বিয়ান ফুটবলার। কারণ ছিল পরিবারের সম্মতি। ইভানের পরিবার সুদূর সার্বিয়া থেকে ভারতে এসে থাকতে রাজি নয়। তাই ইস্টবেঙ্গলের চুক্তি পছন্দ হলেও শেষপর্যন্ত লাল-হলুদে যোগ দিচ্ছেন না ইভান।

ইভান না করে দেওয়ায় আবার নয়া ফুটবলার খুঁজতে শুরু করেছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই জানা গিয়েছে, ইভানের থেকেও ভাল মানের বেশ কয়েকজন বিদেশি ফুটবলারের খোঁজ পেয়েছে লাল-হলুদ শিবির। কয়েকদিনের মধ্যেই বিদেশি ফুটবলার বাছাই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এবার দল গঠনের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন হেড অফ ফুটবল থংবই সিংটো। হায়দরাবাদ এফসির প্রাক্তন কোচের কারণেই অনেক হোমওয়ার্ক করে দল গঠন করছে লাল-হলুদ। সম্প্রতি, ক্লাবের কর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, দলগঠনের ক্ষেত্রে অর্থ কোনও সমস্যা হবে না।

Advertisment

আরও পড়ুন সার্বিয়ার তারকা ডিফেন্ডার এবার ইস্টবেঙ্গলে? আনন্দে নাচছেন লাল-হলুদ সমর্থকরা

গত সিজনে ভাল দল গড়েও মুখ থুবড়ে পড়ে ইস্টবেঙ্গল। আইএসএলের সুপার সিক্সে উঠতে পারেনি অস্কার ব্রুজ়োর দল। পয়েন্ট টেবিলে ৯ম স্থানে শেষ করে ইস্টবেঙ্গল। আগের বারের চ্যাম্পিয়ন সুপার কাপেও প্রথম ম্যাচেই বিদায় নেয়। তাই এবার অনেক সতর্ক ভাবে দল সাজাচ্ছে ম্যানেজমেন্ট। আগের সিজনের কয়েকজন বিদেশি যেমন সাউল ক্রেসপো, হেক্টর ইউস্তে, মেসি বাউলি এবং রিচার্ড সেলিসকে ছেড়ে দিচ্ছে ইস্টবেঙ্গল। ক্লাব ম্যানেজমেন্ট জানিয়েছে, প্রয়োজনে স্পটারদের বিদেশে পাঠিয়ে ভালমানের ফুটবলার বেছে আনতে ক্লাব বদ্ধপরিকর।

আরও পড়ুন ইস্টবেঙ্গলে এবার সাম্বা ঝড়? যোগ দিতে পারেন ব্রাজিলের তারকা স্ট্রাইকার

East Bengal East Bengal FC