Advertisment

অনন্য় সেঞ্চুরি হাঁকিয়ে সেমিফাইনালে সেরেনা

মঙ্গলবার ফাইনালের লড়াইয়ে সেরেনা ওয়াং কুইয়াংকে ৬-১ ৬-০ সেটে উড়িয়ে সেমিফাইনালে উঠেছেন। সেরেনা ছাড়া আর এই কৃতিত্ব রয়েছে ক্রিস এভার্টের।

author-image
IE Bangla Web Desk
New Update
Serena Williams claimed her 100th win at the US Open

অনন্য় সেঞ্চুরি হাঁকিয়ে সেমিফাইনালে সেরেনা (ছবি-টুইটার/যুক্তরাষ্ট্র ওপেন)

মঙ্গলবার সেরেনা উইলিয়ামস তাঁর যুক্তরাষ্ট্র ওপেনে শততম জয় পেলেন। ফ্লাশিং মিডোয় কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে সেরেনা ওয়াং কুইয়াংকে ৬-১ ৬-০ সেটে উড়িয়ে সেমিফাইনালে উঠেছেন। মাত্র ৪৪ মিনিটেই সেরেনা আরও একবার ট্রফির কাছে এলেন। মার্কিনি পাওয়ারহিটার সেরেনা ছ'বার যুক্তরাষ্ট্র ওপেন জিতেছেন। সপ্তমবারের জন্য় এই ট্রফিকে পাখির চোখ করেছেন তিনি।

Advertisment

প্রায় দু'দশক ফ্লাশিং মিডোতে কাটিয়েছেন সেরেনা। পেয়েছেন টুর্নামেন্টের ১০০ নম্বর জয়। ম্য়াচের পর তিনি বলছেন, "কখনই ভাবিনি ১০০ তম জয় পাব। ভীষণ স্পেশাল এই মুহূর্তটা। টুর্নামেন্টের অষ্টম বাছাই সেরেনা ছাড়া আর এই কৃতিত্ব রয়েছে ক্রিস এভার্টের। সেরেনা ওয়াংয়ের বিরুদ্ধে রীতিমতো রণংদেহী মেজাজে খেলেছেন। ২৫টি উইনার মেরেছেন তিনি। প্রথম সার্ভ পয়েন্টের ৯০ শতাংশ জিতেছেন তিনি।


আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ওপেন থেকে ছিটকে গেলেন রজার ফেডেরার

সেরেনার কাছে টেনিসটা এখন মহিলাদের প্রিমিয়র স্পোর্ট। তিনি আরও বলছেন, "আমি বরাবরই নিজের পরিচয়টা বজায় রেখেছি। সেই একই মানুষ আজও। এখনও কোর্টে নেমে চেঁচাই, অভিযোগ করি, লড়ি, কাঁদি। এটাই আমি। টেনিস নিয়ে আমার প্রচণ্ড প্য়াশন রয়েছে। যারা নিজেদের কাজটা ভালবাসে তারা এরকমই হয়।"

Advertisment