Advertisment

ইউরোপ, এশিয়া, USA, কোথাও নয়! মেসির পরবর্তী ক্লাব নিয়ে খুল্লামখুল্লা তথ্য ফাঁস করলেন আগুয়েরো

মেসির পরবর্তী গন্তব্য গিয়ে বিস্ফোরক তথ্য আমদানি করলেন বন্ধু আগুয়েরো

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

সৌদির আল হিলাল, বা বার্সেলোনা অথবা মেজর লিগ সকারের ইন্টার মিয়ামি কোথায় নয়, লিওনেল মেসির পরবর্তী গন্তব্য হতে চলেছে রোজারিও, সান্তা ফে-তে তাঁর শৈশবের ক্লাব নেওয়েল ওল্ড বয়েজ স্কুল। এমনটাই এবার জানিয়ে দিলেন মেসির ঘনিষ্ঠ বন্ধু সের্জিও আগুয়েরো। আগুয়েরো ইউওএল-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন, "নেওয়েলে খেলার বিষয়ে ভালোমত চিন্তাভাবনা রয়েছে মেসির।"

Advertisment

৩৪ বছরের সুপারস্টার যখন বন্ধুকে নিয়ে বড়সড় তথ্য সর্বসমক্ষে জানিয়ে দিচ্ছেন, সেই সময়ে অনুষ্ঠানে হাজির থাকা অন্য এক আর্জেন্টিনীয় তারকা ম্যাক্সি রদ্রিগেজ বলেই ফেলেন, "ওহ, কুনের (আগুয়েরো) কাছে যদি কোনও ঘটনা চাপা থাকে।এই বিষয়ে ভবিষ্যতে কী ঘটবে, সেটা আমরা দেখব। তবে এই প্রসঙ্গে এখন ছোটখাটো কোনও বিষয়ই বড়সড় একটা গুজবের রূপ নেবে। এতে প্রকৃত তথ্য হারিয়ে যাবে।"

চলতি সপ্তাহের শুরুর দিকে ফ্রান্সের ল্য ইকুঁয়েপ-এ বলা হয়েছিল মেসির বাবা জর্জে মেসি প্যারিসে এসেছেন পিএসজি কর্তাদের সঙ্গে মহাতারকার সম্ভাব্য চুক্তি বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা করতে। সেই রিপোর্ট জানিয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামি সই করাতে পারে মেসিকে। ইন্টার মিয়ামির অন্যতম কর্ণধার ডেভিড বেকহ্যাম। মেসির ব্র্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়ানোর জন্য বেকহ্যাম নাকি সই করাতে ইচ্ছুক সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ কিংবদন্তি। তাছাড়া মেসির মায়ামিতে নিজস্ব বাড়িও রয়েছে। যেখানে তিনি ছুটি কাটাতে যান মাঝে মধ্যেই।

গত মাসে মিয়ামি কোচ ফিল নেভিলে মেসির সম্ভাব্য আগমনের জল্পনা উসকে বলো দেন, "এই ক্লাবে দুনিয়ার সেরা ফুটবলারদের নিয়ে আসতে চাই। এই মুহূর্তে মেসিই বিশ্বসেরা। তাই আমাদের পরিকল্পনা বিন্দুমাত্র বদলায়নি। ওঁর পর্যায়ের ফুটবলারদের সঙ্গে চুক্তি জটিল এক প্রক্রিয়া। এর জন্য সময়ের প্রয়োজন।"

এদিকে গোল.কম জানাচ্ছে, পিএসজির তরফে মেসিকে আরও দু-বছর চুক্তি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বার্সেলোনায় ফেরার সম্ভাবনাও কেউ উড়িয়ে দিচ্ছেন না। একাধিক প্রচারমাধ্যমের দাবি, মেসির সঙ্গে বর্তমান বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সম্পর্ক অনেকটাই মেরামতির পথে। প্রায় দু-দশক বার্সেলোনায় খেলার পর ক্লাবের আর্থিক দুরবস্থার জন্য মেসি কাতালান ক্লাব ত্যাগ করেন।

Read the full article in ENGLISH

Barcelona Lionel Messi Argentina leo messi PSG
Advertisment