/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/Shane-warne.jpg)
‘সপ্তম আশ্চর্য’! কাশ্মিরী বোলারকে ওয়ার্নের কুর্নিশ (ছবি টুইটার)
এই পৃথিবী যেন একটা প্রতিভার আঁতুরঘর! কখনও খবর হয় তো কখনও প্রচারের আড়ালে থেকে যায় তারা। সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে বছর সাতেকের এক কাশ্মিরী খুদে। যার প্রতিভা দেখে মুগ্ধ স্বয়ং শেন ওয়ার্ন। টুইট করেই পাহাড়ি উপত্যকার ওই বালককে কুর্নিশ জানিয়েছেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান লেগস্পিনার।
This is outstanding ! Well bowled young man ???? https://t.co/NfADPHXj4F
— Shane Warne (@ShaneWarne) December 5, 2018
কাশ্মিরী খুদে যে বলে উইকেট পেয়েছে তা প্রায় দেড় মিটারের কাছাকাছি টার্ন করেছে। পিচের এতটা বাইরে বল ফেলে উইকেট নেওয়ার একাধিক নজির রয়েছে ওয়ার্নের। কিন্তু এই শিশুর প্রতিভায় মোহিত তিনি। কাশ্মীরের সাংবাদিক মুফতি ইশলাহ প্রথম বাচ্চাটির বল করার ভিডিও টুইট করেছিলেন। টুইটে তিনি ওয়ার্নকে ট্যাগ করে লেখেন, “ওয়ার্ন একবার দেখো, তোমার প্রতিদ্বন্দ্বী এসে গিয়েছে। ওর গুগলি দেড় মিটারের বেশি টার্ন করেছে। অনায়াসে এটাকে শতকের সেরা বল বলাই যেতে পারে।” ওয়ার্ন সেই ভিডিও দেখে লিখলেন, “অসাধারণ! দারুণ বল করেছ ইয়ং ম্যান।” ওই কাশ্মিরী সাংবাদিক পরে ওই বোলারের সম্বন্ধে খোঁজখবর নিয়ে জানতে পেরেছেন, মধ্য কাশ্মীরের গন্দেরবল জেলার ওই শিশুর নাম আহমদ। ইতিমধ্য়েই টুইটারে ৮১ হাজার মানুষ দেখেছেন এই ভিডিও। এমনকি ভারত-অস্ট্রেলিয়া চলতি সিরিজেও আলোচনায় এসেছে ওই খুদের নাম।
আরও পড়ুন: আত্মজীবনীতে বিস্ফোরক ওয়ার্ন, কী বললেন তিনি স্টিভ ওয়াকে নিয়ে!
সম্প্রতি ওয়ার্নের আত্মজীবনী ‘নো স্পিন’ প্রকাশিত হয়েছে। সেখানে তিনি বাইশ গজের অজানা গল্পই লিখেছেন। ৭০৮ উইকেটের মালিক ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তাঁরই প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্য়াপ্টেন স্টিভ ওয়ার ওপর। সেখানে তিনি লিখেছিলেন, স্টিভ অধিনায়ক হওয়ার পরেই পুরোপুরি বদলে যান, আত্মকেন্দ্রিকও হয়ে ওঠেন তিনি। শুধু নিজের ব্যাটিং গড় নিয়েই ওয়ার ভাবনা সীমাবদ্ধ ছিল। ওয়ার্ন এও জানান যে, স্টিভ তাঁকে হিংসাও করতেন একটা সময়।