Shafali Verma Captain: বিশ্বকাপ জিততেই খুলল কপাল, অধিনায়ক হলেন ভারতের তারকা ক্রিকেটার

BCCI Women’s Cricket: ভারতীয় মহিলা ক্রিকেটাররা আপাতত শুভেচ্ছার বন্যায় ভাসছেন। সম্প্রতি তাঁরা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের খেতাব জয় করেছেন। এবার এল আরও একটি সুখবর।

BCCI Women’s Cricket: ভারতীয় মহিলা ক্রিকেটাররা আপাতত শুভেচ্ছার বন্যায় ভাসছেন। সম্প্রতি তাঁরা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের খেতাব জয় করেছেন। এবার এল আরও একটি সুখবর।

author-image
Koushik Biswas
New Update
Indian Women Cricket Team

ভারতীয় মহিলা ক্রিকেট দল

Shafali Verma: ২০২৫ আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়ার (Indian Women Cricket Team) ওপেনিং ব্যাটার শেফালি বর্মা দুর্দান্ত পারফরম্যান্স করলেন। আর সেকারণেই টিম ইন্ডিয়া ৫২ বছর পর বিশ্বকাপ খেতাব জিততে পেরেছে। ফাইনাল ম্য়াচে ধামাকাদার পারফরম্য়ান্সের পুরস্কারও কার্যত হাতেনাতে পেলেন শেফালি। প্রসঙ্গত, সিনিয়র মহিলা ইন্টার জ়োনাল টি-২০ ট্রফি আয়োজন করছে বিসিসিআই। এই টুর্নামেন্টে নর্থ জ়োনের ক্যাপ্টেন্সি তুলে দেওয়া হয়েছে শেফালির হাতে। এবার শেফালি ভবিষ্যতের ভিত মজবুত করতে চাইবেন।

Advertisment

Shafali Verma: “ছোরি নে দিখা দিয়া…” — এক বাবার গর্ব, এক মেয়ের মহাকাব্যিক প্রত্যাবর্তন! বিশ্বজয়ী শেফালির অবিশ্বাস্য কামব্যাক

অধিনায়কত্ব পেলেন শেফালি বর্মা

মঙ্গলবার অর্থাৎ ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র মহিলা ইন্টার জ়োনাল টি-২০ ট্রফি। এই টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচ আগামী ১৪ নভেম্বর আয়োজন করা হবে। নাগাল্যান্ডে এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। মোট ৬ দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। মহিলা ক্রিকেট বিশ্বকাপে যাঁরা অংশগ্রহণ করেছিলেন, তাঁদের মধ্যে অধিকাংশ ক্রিকেটারকে এই টুর্নামেন্টে বিশ্রাম দেওয়া হয়েছে। অনেকদিন ধরে টানা ক্রিকেট খেলছেন হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মান্ধানা। সেকারণে আগামী বড় সিরিজের আগে বোর্ডের পক্ষ থেকে তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছে।

Advertisment

Shafali Verma Captain: বিশ্বকাপ জিততেই খুলল কপাল, অধিনায়ক হলেন ভারতের তারকা ক্রিকেটার

একনজরে চোখ বুলিয়ে নিন প্রত্যেক জ়োনের স্কোয়াডে

সেন্ট্রাল জ়োন: নুজহত পারভিন, নিকিতা সিং, সিমরন দিলবাহাদুর, নেহা বাডবাইত, অনুষ্কা শর্মা, বৈষ্ণবী শর্মা, সূচি উপাধ্যায়, অনন্যা দুবে, মোনা মেশ্রাম, সুমন মীনা, দিশা কাসত, সম্পদা দীক্ষিত, অঞ্জলি সিং, আমিশা বহুখণ্ডী, নন্দনী কাশ্য়প।

Harmanpreet Kaur Latest News: হরমনপ্রীতকে নিয়ে 'বড় খবর', শুনলে আপনারও হৃদয় ভাঙবে!

ইস্ট জ়োন: মিতা পাল, অশ্বিনী কুমারী, প্রিয়াঙ্কা লুথরা, ধারা গুর্জর, তনুশ্রী সরকার, রশ্মি গুড়িয়া, জিন্টিমনি কলিতা, রশ্মি দে, তন্ময়ী বেহরা, সুশ্রী দিব্য়দর্শনী, তিতাস সাধু, সাইকা ইশাক, আরতী কুমারী, মমতা পাসওয়ান, প্রিয়াঙ্কা আচার্য্য।

নর্থ-ইস্ট জ়োন: দেবস্মিতা দত্ত, নওয়াম ইয়াপু, কিরণবালা হাওরুংওয়াম, লালরিনফেলি পোটু, রিতিশিয়া নাঙ্গবেট, নাজমিন খাতুন, সময়িতা প্রধান, প্রিয়াঙ্কা কুর্মি, বিপেনি, নন্দিকা কুমারী, নওয়াম অভি, প্রণীতা ছেত্রী, সোলিনা জাওবা, প্রিমুলা ছেত্রী, রঞ্জিতা কোইজাম।

Indian Women Cricket Team Next Fixture: বিশ্বকাপ অতীত, ফের কবে ২২ গজে নামবেন হরমনপ্রীতরা?

নর্থ জ়োন: শেফালি বর্মা, শ্বেতা শেহরাওয়াত, দিয়া যাদব, আয়ুশি সোনি, তানিয়া ভাটিয়া, এসএম সিং, ভারতী রাওয়াল, ববনদীপ কৌর, মন্নত কাশ্য়প, আমনদীপ কৌর, কোমলপ্রীত কৌর, অনন্যা শর্মা, সোনি যাদব, নাজ়মা নন্দিনী।

ওয়েস্ট জ়োন: অনুজা পাটিল, সায়ালি সাতঘরে, পুনম খেমনার, ধরণী থপ্পেটলা, তেজল হাসনবীশ, সাইমা ঠাকুর, হুমেরা কাজ়ী, ইরা যাদব, কিরণ নবগিরে, অমৃতা জোসেফ, কেশ পটেল, আর্শিয়া ধারিওয়াল, উমেশ্বরী জেঠওয়া, সিমরন প্যাটেল, ইশিতা খলে।

সাউথ জ়োন: নিকি প্রসাদ, সাব্বিনেনী মেঘনা, কমলিনী জি, বৃন্দা দীনেশ, যুবশ্রী কে, আশা শোভনা, চল্লুরু প্রত্য়ুশা, প্রণবী চন্দ্রা, সাহানা পাওয়ার, সায়ালি অনিল লোঙ্কর, মাদিবালা মমতা, সজনা সজীবন, মোনিকা পটেল, শবনম শাকিল, অনুশা সুন্দরেশন।

Shafali Verma Indian Women Cricket Team