/indian-express-bangla/media/media_files/2025/11/04/shafali-verma-2025-11-04-12-21-44.jpg)
Shafali Verma World Cup 2025: বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঐতিহাসিক ফাইনালে ৭৬ বলে ৮৭ রানের ইনিংসের পাশাপাশি বল হাতে শেফালি নিয়েছিলেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট।
Women's world cup 2025: “ছোরি নে দিখা দিয়া কি শেফালি কামব্যাক করনা জানতি হ্যায়!” — মেয়ের দুর্দান্ত পারফরম্যান্সের পর এমনই বলেছিলেন ভারতের মহিলা বিশ্বকাপ ফাইনালের নায়িকা শেফালি ভার্মার বাবা সঞ্জীব ভার্মা।
এক বছর আগেও যে শেফালি দলে ছিলেন না, আজ তিনিই ভারতের প্রথম মহিলা বিশ্বকাপ জয়ের নায়িকা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঐতিহাসিক ফাইনালে ৭৬ বলে ৮৭ রানের ইনিংসের পাশাপাশি বল হাতে নিয়েছিলেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। এই দুই ক্ষেত্রেই এটি ছিল তাঁর আন্তর্জাতিক ক্রিকেট জীবনের সেরা পারফরম্যান্স।
কঠিন সময়ে বাবার সঙ্গে নেট প্র্যাকটিস:
গত বছর হার্ট অ্যাটাক হয়েছিল শেফালির বাবা সঞ্জীবের। ঠিক সেই সময়েই দলে জায়গা হারানোর খবর পান শেফালি। বাবার স্বাস্থ্যের কথা ভেবে এক সপ্তাহ পর্যন্ত তা লুকিয়ে রেখেছিলেন তিনি। সঞ্জীব বলেন, “আমি জানতামই না ও বাদ পড়েছে। যখন জানতে পারলাম, তখনই ওকে নিয়ে নেটে চলে গেলাম। ডাক্তাররা অনুমতি দিয়েছিলেন, তাই অনুশীলনে ফিরেছিলাম ওকে সাহস দেওয়ার জন্য।”
আরও পড়ুন- Harmanpreet Kaur Latest News: হরমনপ্রীতকে নিয়ে 'বড় খবর', শুনলে আপনারও হৃদয় ভাঙবে!
ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে শেফালি:
দল থেকে বাদ পড়ার পর থেমে থাকেননি শেফালি। ঘরোয়া ক্রিকেটে একের পর এক বড় ইনিংস খেলেন। BCCI ওয়ানডে ট্রফিতে ৫২৭ রান করেন ৭৫.২৮ গড়ে, স্ট্রাইক রেট ছিল ১৫২.৩১। কোয়ার্টার ফাইনালে বেঙ্গলের বিরুদ্ধে করেন ১৯৭ রান। এরপর চ্যালেঞ্জার ট্রফি ও উইমেন্স প্রিমিয়ার লিগেও রানের ধারা বজায় রাখেন।
অধিনায়ক হরমনপ্রীতের বিশ্বাস:
ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, “ডোমেস্টিকে ও অনেক ওভার বল করছিল, তাই আমরা ওর ওপর আস্থা রেখেছিলাম। ফাইনালে আমি ও কোচ সিদ্ধান্ত নিই ওকে বল দেওয়ার, আর ও আমাদের নিরাশ করেনি।”
বাবার প্রার্থনা ও বিশ্বাস:
মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত সঞ্জীব বলেন, “আমি ওকে সবসময় বলতাম, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো, নিজের ওপর ভরসা রাখো। সুযোগ যখন আসবে, প্রস্তুত থেকো।” বিশ্বকাপের কল পাওয়ার পর তিনি রাজস্থানের মানসা দেবী মন্দিরে গিয়েছিলেন প্রার্থনা করতে। শেফালি দেশে ফিরলেই, তাঁরা আবার একসঙ্গে দেবী মানসার কাছে কৃতজ্ঞতা জানাতে যাবেন বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন-Indian Women Cricket Team Next Fixture: বিশ্বকাপ অতীত, ফের কবে ২২ গজে নামবেন হরমনপ্রীতরা?
ইতিহাস গড়ল ভারতীয় মহিলা ক্রিকেট দল:
নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়। আর সেই জয়ের অন্যতম কারিগর রোহতকের মেয়ে শেফালি ভার্মা — যিনি প্রমাণ করলেন, "কমব্যাক" মানেই নতুন সূচনা!
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us