Shah Rukh Khan and Gautam Gambhir: ভারতের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে আপাতত বেশ এগিয়ে গৌতম গম্ভীর। টি২০ বিশ্বকাপের পরেই রাহুল দ্রাবিড়ের কোচিংয়ের মেয়াদ শেষ হচ্ছে। বোর্ডের সঙ্গে দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়েছিল গত ওয়ানডে বিশ্বকাপ খতম হওয়ার সঙ্গে। তবে দ্রাবিড়ের সঙ্গে চুক্তি বর্ধিত করা হয়েছিল।
দ্রাবিড় নিজে আর নতুন করে পুনরায় কোচিংয়ের জন্য আবেদন করতে রাজি নন। এর আগে একাধিক প্রচারমাধ্যমে বলা হয়েছিল রিকি পন্টিং থেকে জাস্টিন ল্যাঙ্গার একাধিক অজি কোচের সঙ্গে নাকি আলোচনা করেছিল বিসিসিআই। তবে বোর্ড সচিব জয় শাহ স্পষ্টভাবে মুখ খুলে জানিয়ে দিয়েছেন, কোনও অস্ট্রেলীয়কে হেড কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়নি।
এরপরেই গম্ভীর-ই আপাতত হট ফেভারিট টিম ইন্ডিয়া কোচিংয়ের জন্য। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআইয়ের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠানো হয়নি। তবে টিম ইন্ডিয়ার চ্যালেঞ্জ নিতে গম্ভীর দ্বিধাবোধ করবেন না।
এমন অবস্থায় কেকেআর মেন্টর হিসাবে গম্ভীরকে যেতে দেবে কিনা, তা স্পষ্ট নয়। গম্ভীরের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা থাকবে শাহরুখ খানের। সেই প্রতিবেদনে বলা হয়েছে, গম্ভীর বিসিসিআইয়ের প্রস্তাবে রাজি হওয়ার আগে কিং খানের সঙ্গে একপ্রস্থ আলোচনা করবেন। সেই আলোচনাই গম্ভীরের চূড়ান্ত সিদ্ধান্তে প্রভাব ফেলবে।
গম্ভীর এবং কেকেআর এই যুগলবন্দি মানেই সাফল্য। গম্ভীর কেকেআরকে দু-দুবার চ্যাম্পিয়ন করেছিলেন। মেন্টর হিসাবে নাইট সংসারে ফিরে এসেই গম্ভীর দলকে ফাইনাল পর্যন্ত পৌঁছে দিয়েছেন।
আপাতত হেড কোচিং নয়, রবিবার কেকেআর বনাম সানরাইজার্স ম্যাচেই ফোকাস করছেন গম্ভীর। ফাইনাল খেলার কয়েক দিনের মধ্যেই গম্ভীরের ভবিষ্যৎ স্পষ্ট হয়ে যাবে। শাহরুখ তাঁকে কী পরামর্শ দেন, সেটাই আপাতত দেখার।