রাসেল...রাসেল...রাসেল! আইপিএলের উন্মাদনায় আন্দ্রে রাসেলের ব্যাট যেন ট্রেডমার্ক! ধুন্ধুমার ক্রিকেটের চূডান্ত বিজ্ঞাপন। কেকেআরের শেষ চার ম্যাচের তিনটেই জয়। আর তিনবারই ম্যান অফ দ্য ম্যাচ সেই ক্য়ারিবিয়ান দৈত্য আন্দ্রে রাসেল। ক্রিকেট দুনিয়ায় রাসেল-বন্দনার মাঝেই এবার স্বয়ং মালিক শাহরুখের স্পেশ্যাল টুইট দলের তারকা ক্রিকেটারের জন্য। আর তা মুহূর্তের মধ্যেই ভাইরাল। আসলে শাহরুখ 'বাহুবলী' অবতারে সমর্থকদের সামনে হাজির করিয়ে দিয়েছেন যে রাসেলকে!
আরও পডুন IPL 2019: সোশাল মাতল রাসেল বন্দনায়
ম্যাচের পরেই শাহরুখ ছবিসহ একটি টুইট করেন। সেই ছবিতে রাসেলকে 'বাহুবলী'-র পোশাকে দেখা যাচ্ছে। যুদ্ধের পোশাকে, শিরোস্ত্রাণে 'দ্রে রাসে'র সেই ছবি শেয়ার করে শাহরুখ বুঝিয়ে দিয়েছেন, তাঁর দলের আসল জেনারেল এই ক্যারিবিয়ান তারকাই। নীচে ক্রিস লিন, রবিন উত্থাপ্পা, নীতিশ রানাদের ট্যাগ করে শাহরুখ বলেছেন, "দারুণ খেলেছ ছেলেরা। দলের সকলেই জয়ে অবদান রেখেছে। তবে প্রত্যেকেই একমত হবে যে এই ছবির কাছে সমস্ত প্রশংসাই কম হবে।"
Well played boys @KKRiders @lynny50 @NitishRana_27 @robbieuthappa . Each one in the team did so well but you all will agree all words of praise r worth less than this picture... pic.twitter.com/bak2zQ9NqD
— Shah Rukh Khan (@iamsrk) April 5, 2019
শাহরুখ রাসেলকে 'বাহুবলী' হিসেবে দেখানোর পরেই সোশ্যাল মিডিয়ায় ঝড ওঠে। 'বাহুবলী' ছবির অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে শাহরুখের টুইট রিটুইট করে লেখা হয়, "কেকেআর দারুণ খেলেছে। জয় মাহিষ্মতী! স্পিরিট এভাবেই ধরে রাখো।"
বাজিগরের রাসেল-বন্দনা অবশ্য একটি টুইটেই থেমে নেই। আরও একটি টুইটে তিনি লেখেন, "ডাগ আউটে যারা বসেছিলেন, তারা প্রত্যেকেই ক্রিকেট বোঝে, কিন্তু রাসেলকে চেনা বাকি রয়ে গিয়েছে।"
And you guys in the Dugout who said game/set/& match......u may know your cricket but you don’t know @Russell12A !!! WOW u CHAMPION. This calls for Wine my MuscleMan!
— Shah Rukh Khan (@iamsrk) April 5, 2019
চলতি আইপিএলে রাসেলের বিক্রম প্রদর্শন চলছেও। একার দক্ষতায় ম্যাচের মোড ঘুরিয়ে দিচ্ছেন গুরুত্বপূর্ণ সময়ে। শুক্রবার রাসেল যখন ব্যাট করতে নামছিলেন, সেই সময় কেকেআরের জয়ের জন্য সমীকরণ ছিল বেশ কঠিন। ২৬ বলে প্রয়োজন ছিল ৬৮ রানের। এমন পরিস্থিতিতেই আরসিবি বোলারদের কার্যত পাডার বোলারদের স্তরে নামিয়ে এনে রাসেলের মস্তানি। ১৩ বলে ৩৮ রানের বিধ্বংসী ইনিংসে ভর করেই কেকেআরের জয় আসে ৫ উইকেটে। তার আগে চিন্নাস্বামী স্টেডিয়াম বিরাট কোহলি কিংবা এবি ডিভিলিয়ার্সের ব্যাটিং ঝড দেখলেও, তা একার হাতে ম্লান করে দেন ক্যারিবিয়ান তারকা।