Advertisment

লর্ডসের 'অনার' বোর্ডে নিজের নাম, রেকর্ডের ছড়াছড়ি, বিশ্বকাপে ইতিহাস লিখলেন আফ্রিদি

পাকিস্তানের জার্সিতে গোটা টুর্নামেন্টেই চমকে দিয়েছেন বছর উনিশের এক ক্রিকেটার। লর্ডসের 'অনার' বোর্ডে নিজের নাম তুললেন তিনি। বিশ্বকাপে ইতিহাস লিখেই পাকিস্তানে ফিরছেন শাহিন শাহ আফ্রিদি।

author-image
IE Bangla Web Desk
New Update
Shaheen Shah Afridi creates history, breaks 4 records and equals Tendulkar’s in one match against Bangladesh

লর্ডসের 'অনার' বোর্ডে নিজের নাম, রেকর্ডের ছড়াছড়ি, বিশ্বকাপে ইতিহাস লিখলেন আফ্রিদি (ছবি-টুইটার/আইসিসি)

শুক্রবার লর্ডসে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে পাকিস্তান। ৯৪ রানে জিতেই সরফরাজ আহমেদদের এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে। অসাধ্য় সাধন করেই তাদের সেমিফাইনালের জায়গা করে নিতে হত, বাস্তবে যা ছিল অসম্ভব। পাকিস্তান পারেনি সম্ভব করতে। কিন্তু সেদেশের জার্সিতে গোটা টুর্নামেন্টেই চমকে দিয়েছেন বছর উনিশের এক ক্রিকেটার। লর্ডসের 'অনার' বোর্ডে নিজের নাম তুললেন তিনি। বিশ্বকাপে ইতিহাস লিখেই পাকিস্তানে ফিরছেন শাহিন শাহ আফ্রিদি।

Advertisment

বিশ্বকাপের ইতিহাসে কনিষ্ঠতম বোলার (১৯ বছর) হিসেবে এক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন আফ্রিদি। ফাইফার নিয়ে চমকে দিলেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে ৯.১ ওভার বল করে ৩৫ রান খরচ করে তুলে নিয়েছিলেন হাফ ডজন উইকেট। এবং আফ্রিদিই লর্ডসের মাঠে প্রথম ক্রিকেটার হিসেবে পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটে সিক্স-ফার (এক ম্য়াচে ছ'উইকেট) নিলেন। লর্ডসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে তাঁকে শুভেচ্ছা জানিয়ে টুইট করা হয়েছে।

আফ্রিদি বিশ্বকাপে ১৬টি উইকেট পেয়েছেন। টুর্নামেন্টের চতুর্থ যুগ্ম সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি। এর আগে কোনও তরুণ বোলার একক বিশ্বকাপে এত উইকেট পাননি। ঘটনাচক্রে এই তালিকায় থাকা তিনজন বোলারই আফ্রিদির দেশের। রয়েছেন আব্দুল রাজ্জাক ও আকিব জাভেদ। আফ্রিদি বাংলাদেশের বিরুদ্ধে আগুনে পারফরম্য়ান্সের জন্য ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন। শচীন তেন্ডুলকরের পর দ্বিতীয় তরুণ ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ম্য়ান-অফ-দ্য়-ম্য়াচ হলেন।

Advertisment