Pakistan Cricketers fined: দক্ষিণ আফ্রিকা ম্যাচে আচরণবিধি লঙ্ঘন পাকিস্তানিদের, জরিমানা করল আইসিসি

Pakistan Cricketers fined: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রেকর্ড রান চেজ করে করাচিতে জয় পেয়েছে পাকিস্তান। তবে তারপরেই পাক দলকে দুঃসংবাদ দিল আইসিসি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Pakistan-South Africa: করাচিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান

Pakistan-South Africa: করাচিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখিপাকিস্তান। Photograph: (ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস)

Pakistan Cricketers fined: পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বুধবার ওয়ানডে ম্যাচে প্রতিপক্ষ ব্যাটসম্যান ম্যাথিউ ব্রিটজকের সঙ্গে মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন।

Advertisment

ঘটনাটি ম্যাচের ২৮তম ওভারে ঘটে, যেখানে শাহীন বল করার পর ব্রিটজকের সঙ্গে কথা কাটাকাটি হয় এবং পরবর্তী বলের সময় দু'জনের মধ্যে শারীরিক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আম্পায়ার ও অন্যান্য খেলোয়াড়দের হস্তক্ষেপ করতে হয়।

এই আচরণবিধি লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শাহীন শাহ আফ্রিদিকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট প্রদান করেছে। শাহীন তার দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। করাচির ম্যাচে শাহিনের পাশাপাশি কামরান ঘুলাম এবং সাউদ শাকিলেরও জরিমানা করা হয়েছে আইসিসির তরফে।

এর আগে ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আফিফ হোসেনের দিকে ইচ্ছাকৃতভাবে বল ছোড়ার জন্য শাহীনকে একই ধরনের শাস্তি দেওয়া হয়েছিল। তখনও তিনি ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন।

Advertisment

আইসিসির আচরণবিধি অনুযায়ী, মাঠে খেলোয়াড়দের মধ্যে ইচ্ছাকৃত শারীরিক সংঘর্ষ বা অসদাচরণ লেভেল ১ অপরাধ হিসেবে গণ্য হয়, যার জন্য ম্যাচ ফির নির্দিষ্ট শতাংশ জরিমানা এবং ডিমেরিট পয়েন্ট প্রদান করা হয়।

ICC pakistan Pakistan Cricket South Africa South Africa Cricket Team Pakistan Cricket Team Pakistan Cricket Board (PCB)