Advertisment

পঞ্চমবার বাবা হলেন আফ্রিদি! সুখবর শোনালেন ছবি পোস্ট করে

ছবিতে দেখা যাচ্ছে শাহিদ আফ্রিদি সদ্যজাত কন্যাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। পাশে রয়েছেন আরও চার কন্যা- আকশা, আজওয়া, আনসা এবং আসমারা।

author-image
IE Bangla Web Desk
New Update
Shahid Afridi

মেয়েদের সঙ্গে আফ্রিদি (টুইটার)

অবসর নিয়েছেন। এবার ভক্তদের সুখবর শোনালেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদি। সোশ্যাল মিডিয়ায় নিজের পঞ্চম কন্যাসন্তান আগমনের খবর শোনালেন। আগেই চারবার পিতৃত্বের স্বাদ পেয়েছেন তিনি। চার কন্যাসন্তান রয়েছে তাঁর। পঞ্চমবারেও কন্যাসন্তানের পিতা হলেন তারকা ক্রিকেটার।

Advertisment

টুইট করে শাহিদ আফ্রিদি বাবা হওয়ার খবর জানিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, "ঈশ্বরের অপার করুণা এবং মহানুভবতা আমার উপর রয়েছে। আগেই চার ফুটফুটে কন্যার পিতা। পঞ্চমবারেও কন্যাসন্তানের জন্ম হল। আলহামিদুল্লাহ!"

আরও পড়ুন ধোনিকে নিয়ে বড়সড় বার্তা আইপিএল-বসের! খুশি হবেন সমর্থকরা

ছবিতে দেখা যাচ্ছে শাহিদ আফ্রিদি সদ্যজাত কন্যাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। পাশে রয়েছেন আরও চার কন্যা। মামাতো বোন নাদিয়া আফ্রিদিকে বিয়ে করেছিলেন শাহিদ আফ্রিদি। তারকা ক্রিকেটারের চার কন্যার নাম- আকশা, আজওয়া, আনসা এবং আসমারা।

এর আগে আফ্রিদি মেয়েদের বিষয়ে মুখ খুলে জানিয়েছিলেন এক টিভি চ্যানেলে। যেখানে সঞ্চালিকাকে আফ্রিদি বলেছিলেন, ভারতীয় সিরিয়াল দেখার সময় তাঁর মেয়ে হিন্দুদের আরতি নকল করছিল। রাগে তৎক্ষণাৎ টিভি আছড়ে ভেঙেছিলেন তিনি। ঘটনা হল, ভিডিওটি পুরনো। সেই পুরনো ভিডিওই এবার সোশ্য়াল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়েছিল কিছুদিন আগে।

আরও পড়ুন শচীন-কন্যার প্রেমে পড়লেন নাইট সুপারস্টার শুবমান? ছবিতে রইল জল্পনার কারণ

তারকা পাকিস্তানিকে বলতে শোনা গিয়েছিল, “একবার টিভি ভেঙেছিলাম। আমার বেগমের জন্য টিভিব ভাঙতে হয়েছিল। সেই সময়ে স্টার প্লাসের সিরিয়াল বেশ জনপ্রিয় ছিল। বেগমজানকে বলেছিলাম, একা সিরিয়াল দেখতে। বাচ্চাদের যেন কোনওভাবে এই সিরিয়াল না দেখানো হয়।”

এরপরে আরও বলছিলেন, “একবার ঘর থেকে বেরিয়ে দেখি আমার এক বাচ্চা স্টার প্লাসে সিরিয়াল দেখার সময় আরতির ভঙ্গি করছে। ওর দিকে তাকিয়ে দেওয়ালে টিভি আছড়ে ভেঙে ফেলি।” ঘটনা হল, ‘আরতি’ শব্দটি মুখে উল্লেখ করছিলেন না তারকা অলরাউন্ডার। তাচ্ছিল্য সহকারে অঙ্গভঙ্গিতে বোঝাচ্ছিলেন। পরে সঞ্চালিকা জানিয়ে দেন, এই প্রথাকে আরতি বলা হয়!

তারপরে সোশ্যাল মিডিয়ায় আফ্রিদির ভিডিও ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা আফ্রিদির মৌলবাদী মানসিকতার, গোঁড়ামির তীব্র নিন্দা করেছেন।

তবে এবার পঞ্চমবার কন্যাসন্তান জন্ম হওয়ার পরে পিতা আফ্রিদিকে সকলে শুভেচ্ছা জানাচ্ছেন।

pakistan Shahid Afridi
Advertisment