হতে পারে তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে যুক্ত নন, কিন্তু আজও ব্যাট হাতে একই রকম ধ্বংসাত্মক শহিদ আফ্রিদি। প্রাক্তন পাকিস্তানি স্টার আলো জ্বাললেন টি-টেন লিগে।
হতে পারে তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে যুক্ত নন, কিন্তু আজও ব্যাট হাতে একই রকম ধ্বংসাত্মক শহিদ আফ্রিদি। প্রাক্তন পাকিস্তানি স্টার আলো জ্বাললেন টি-টেন লিগে।
হতে পারে তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে যুক্ত নন, কিন্তু আজও ব্যাট হাতে আগের মতোই ধ্বংসাত্মক শহিদ আফ্রিদি। আর যে কারণেই পাকিস্তানের লালাকে বুমবুম বলেই ডাকা হয়। প্রাক্তন পাক স্টার অলরাউন্ডার আফ্রিদি আলো জ্বাললেন টি-টেন লিগে। বছর আটত্রিশের ক্রিকেটার যেন ঘড়ির কাঁটা উল্টোদিকে ঘুরিয়ে দিলেন। করলেন ১৪ বলে ৫০। ১৭ বল খেলে অপরাজিত থাকলেন ৫৯ রানে।
Advertisment
শনিবার শারজায় ফাইনাল কোয়ালিফায়ারে নেমেছিল নর্দান ওয়ারিয়র্স ও পাখতুন্স। এদিন টস হেরে ব্যাট করতে নামে আফ্রিদির পাখতুন্স। অধিনায়কোচিত ইনিংস খেলেন আফ্রিদি। তিনটি চার ও সাতটি ছয়ের সৌজন্যে নিজের ইনিংস সাজিয়েছিলেন তিনি। আফ্রিদির ‘প্রহারে’র হাত থেকে রেহাই পেলেন না তাঁরই প্রাক্তন সতীর্থ ওয়াহাব রিয়াজ। তাঁকে পরপর চার বলে চারটে ছয় হাঁকান আফ্রিদি। রিয়াজকে এক ওভারে ২৬ রান হজম করতে হয়েছে। আফ্রিদির দল ১০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৩৫ তুলেছিল।
এই রান তাড়া করতে নেমে নর্দান ১৩ রানে হেরে যায়। রোভম্যান পাওয়েলের ৩৫ বলে অপরাজিত ৮০ রানের ইনিংসেও শেষরক্ষা হয়নি ড্যারেন স্যামির দলের। যদিও রবিবার অর্থাৎ আজ এই দুই দলই ফাইনাল খেলবে। এলিমিনেটর ফাইনালের অন্য ম্যাচে মারাঠা অ্যারাবিয়ান্সকে ১০ উইকেটে হারানোর সুবাদে আগেই নর্দান ওয়ারির্য়স ফাইনালের টিকিট সংরক্ষণ করে ফেলেছিল।
গতবছর থেকেই শুরু হয়েছে টি-১০ লিগ। এ বছর আট দলের লড়াই। শুরু হয়েছে গত ২১ ডিসেম্বর থেকে। আজ ফাইনাল। গতবারের চ্যাম্পিয়ন কেরালা নাইটস ছাড়াও খেলেছে পাঞ্জাবি লেজেন্ডস, রাজপুতস, সিন্ধি, মারাঠা অ্যারাবিয়ান্স, পাখতুন্স, বেঙ্গল টাইগার্স ও নর্দান ওয়ারিয়র্স। ফাইনালেও একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে তা এখনই আন্দাজ করা যায়। আর আফ্রিদির দিকেই আবারও চোখ থাকবে সবার। এই বয়সেও তিনি ফুল ফোটাচ্ছেন এই খেলায়। আফ্রিদি মনে করেন টি-১০ লিগই অলিম্পিকে ক্রিকেটের রাস্তা খুলে দেবে।