Advertisment

যুবির ফাউন্ডেশনে ১০ হাজার ডলার দান, দাবি আফ্রিদির

শাহিদ আফ্রিদির উদ্যোগকে সমর্থন জানিয়েছিলেন হরভজন সিং ও। সোশ্যাল মিডিয়ায় এরপর যুবরাজ ও হরভজন দুজনকেই ধন্যবাদ জানান পাক তারকা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

যুবরাজ সিংয়ের কানাডার ফাউন্ডেশনে ১০ হাজার মার্কিন ডলার অর্থসাহায্য করেছেন। এমনটাই এবার দাবি করে বসলেন শাহিদ আফ্রিদি। যা নিয়ে দুই দেশেই বেশ আলোচনার জন্ম দিয়েছে।

Advertisment

কিছুদিন আগেই যুবরাজ সিং ও হরভজন সিং আফ্রিদির ফাউন্ডেশনে অর্থসাহায্য করার জন্য সমর্থকদের কাছে আবেদন করেছিলেন। তারপরেই দেশজোড়া প্রবল সমালোচনার শিকার হয়েছিলেন দুই ক্রিকেট তারকা।

শাহিদ আফ্রিদিকে কোট করে পাক সাংবাদিক সাজ সাদিক টুইটারে লিখেছেন, "আমি যখন কানাডায় ছিলাম, তখন যুবরাজের ফাউন্ডেশনকে সাপোর্ট করেছিলাম। পাশাপাশি ১০ হাজার মার্কিন ডলার দান করেছিলাম। সেই সময়ে পাকিস্তানের প্রত্যেকেই আমাকে সমর্থন করেছিলেন। কেউ আমার কাছে দানের জন্য জবাব চায়নি। কেউ বলেনি কেন ভারতকে সাপোর্ট করছি।"

পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদি বরাবরই ভারতের সমালোচনায় মুখর। সেই আফ্রিদির ফাউন্ডেশনের জন্য সোশ্যাল মিডিয়ায় আর্থিক সাহায্য চেয়ে যুবি কিছুদিন আগেই পোস্ট করেন। এতেই শুরু হয়ে যায় বিতর্ক। দুই দেশের রাজনৈতিক মতপার্থক্যের কথা জানিয়ে যুবরাজকে সমালোচনায় জর্জরিত করতে থাকেন নেটিজেনরা।

যুবরাজ লিখেছিলেন, "কঠিন পরিস্থিতির সামনে আমরা। এই সময়ে একে অন্যের পাশে দাঁড়ানোর সময়, বিশেষ করে যাঁরা কম সৌভাগ্যবান তাঁদের পাশে। এসো আমরা আমাদের সামর্থ্য মতো সাহায্য করি। আমি করোনা মোকাবিলায় শাহিদ আফ্রিদি ফাউন্ডেশনকে সমর্থন করছি। আপনারাও প্লিজ সাহায্য করুন।"

These are testing times, it’s time to lookout for each other specially the ones who are lesser fortunate. Lets do our bit, I am supporting @SAfridiOfficial & @SAFoundationN in this noble initiative of covid19. Pls donate on https://t.co/yHtpolQbMx #StayHome @harbhajan_singh pic.twitter.com/HfKPABZ6Wh

— yuvraj singh (@YUVSTRONG12) March 31, 2020

শাহিদ আফ্রিদির উদ্যোগকে সমর্থন জানিয়েছিলেন হরভজন সিং ও। সোশ্যাল মিডিয়ায় এরপর যুবরাজ ও হরভজন দুজনকেই ধন্যবাদ জানান পাক তারকা।

সেই সমালোচনার পরে পাল্টা লেখেন যুবিও। সমালোচকদের একহাত নিয়ে বাঁ হাতি তারকা টুইট করেন,, "দরিদ্রদের সাহায্য করার বার্তা কিভাবে অন্যভাবে তুলে ধরা হয়, তা আমার কাছে এখনও বোধগম্য নয়। আমার উদেশ্য ছিল একটাই, সেই বার্তার মাধ্যমে প্রতিবেশী দেশের স্বাস্থ্য ব্যবস্থা যেন আরো সাহায্য করে দরিদ্রদের। কাউকে আঘাত করার উদ্দেশ্যে টুইট করিনি।"

এর সঙ্গে তিনি আরো লেখেন, "আমি সবার আগে একজন ভারতীয়, ব্লিড ব্লু। এবং সর্বদাই মানবতার পক্ষে দাঁড়াবো। জয় হিন্দ।"

cricket coronavirus Shahid Afridi Yuvraj Singh corona
Advertisment