কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন শাহিদ আফ্রিদি। তাঁর সেই মন্তব্যই যে বুমেরাং হয়ে ফিরে আসবে ভাবতে পারেননি তিনি। কাশ্মীরি যুবকদের রোষের মুখে পড়লেন পাক সুপারস্টার। মুখের মত আফ্রিদিকে জবাব দিলেন পাক যুবক।
টিভিতে আফ্রিদি বলে দিয়েছিলেন, "কতদিন আমরা পরস্পরের সঙ্গে লড়াই চালিয়ে যাব? দেশের জন্য পাকিস্তানি সেনা বাহিনী অনেক আত্মত্যাগ করেছে। কেন সেটা রাজনীতিবিদরা মাথায় রাখছেন না। পাকিস্তানে যদি আর্মি না থাকত, তাহলে স্বাধীনতা অর্থহীন হয়ে যেত। প্যালেস্টাইন কিংবা কাশ্মীরের কাউকে জিজ্ঞাসা করা হোক, স্বাধীনতা কী বিষয়? আর্মির পাশে দাঁড়াতে হবে আমাদের।"
ভারতকে পরোক্ষে আক্রমণ শানিয়েছিলেন কাশ্মীরের কথা তুলে ধরে। তার জবাব পেলেন হাতেনাতেই। কাশ্মীরের এক যুবক সরাসরি টার্গেট করলেন আফ্রিদিকে। আফ্রিদিকে সরাসরি টুইটে আকিব মির নামের সেও কাশ্মীরি জানালেন, "জম্মু এবং কাশ্মীরের একজন মুসলিম আমি। আমরা আমাদের স্বাধীনতা দারুণ উপভোগ করছি। আমরা ভালো শিক্ষা, স্বাস্থ্য-সুবিধা পাচ্ছি। দেশের হয়ে আমাদের যুবকরা ক্রীড়া ক্ষেত্রে দারুণ করছে। আমরা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশে বসবাস করছি। এই দেশের যুবকদের তোমাদের মত ব্যক্তিদের ভুয়ো রটনা এবং সন্ত্রাস থেকে মুক্ত হতে চায়।"
দ্বিতীয় এক টুইটে আফ্রিদিকে আরও বড় ধাক্কা দিয়ে আকিব মির লেখেন, "আমি জম্মু কাশ্মীরের মুসলিম যুবক আকিব মির। জম্মু-কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিদের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করছি। এই সন্ত্রাস বন্ধ করে আফ্রিদি আমাদের শান্তিতে থাকতে দাও। কিছুদিনের মধ্যেই পাক অধিকৃত কাশ্মীর আমরা দখল করব। পাকিস্তান মুর্দাবাদ।"
আফ্রিদিকে লক্ষ্য করে আকিবের পাল্টা জোড়া টুইট মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ভারতীয় নেট নাগরিকরা ট্রোল করতে থাকেন আফ্রিদিকে। একজন নেটিজেন লেখেন, "শাহিদ আফ্রিদি অপমানিত হলেন। এবার কি উনি কাশ্মীর নিয়ে ভুলভাল মন্তব্য বন্ধ করবেন?" অন্য একজন লিখলেন, "হৃদয় জিতে নিলে বন্ধু। ভারত মাতা কি জয়!"
Read the full article in HINDI