Shahid Afridi slammed by Pro israeli group: ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষে জড়িয়ে পড়ল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদির নাম। ইজরায়েলপন্থী একটি সংগঠন, সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিল যে আফ্রিদি ইজরায়েলের লড়াইকে সমর্থন করেছেন। পালটা, সোশ্যাল মিডিয়ায় সেই অভিযোগ অস্বীকার করেন পাকিস্তানি তারকা। তিনি পালটা প্যালেস্তাইনের পক্ষে সুর চড়ান। আর, তারপরই আফ্রিদির বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ এনেছে ইজরায়েলপন্থী সংগঠনটি।
বর্তমান বিশ্বে ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষ এক ভয়াবহ ক্ষত। গোটা বিশ্ব এই লড়াইয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। তার মধ্যে মুসলিম দুনিয়া সমর্থন করছে প্যালেস্তাইনকে। এই পরিস্থিতিতে মুসলিম রাষ্ট্র পাকিস্তানের প্রাক্তন তারকা আফ্রিদি ইজরায়েলকে কেন সমর্থন করবেন, তা ভেবেই অনেক অবাক হয়ে গিয়েছিলেন।
কিন্তু, ইজরায়েলপন্থী সংগঠন নর্থ ওয়েস্ট ফ্রেন্ডস অফ ইজরায়েল সোশ্যাল মিডিয়ায় দাবি করে যে আফ্রিদি তাঁদের সমর্থন করেছেন। তাঁদের সংগঠনের সদস্যদের সঙ্গে আফ্রিদির ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করে ইজরায়েলপন্থী ওই সংগঠন। তারা দাবি করে, আন্তর্জাতিক দুনিয়ার (NWFOI) নজরদারিতে হামাসের থেকে পণবন্দিদের ছাড়ানো নিয়ে তাদের দাবিকে আফ্রিদি সমর্থন করেছেন। এমনকী, তিনি সমর্থনপত্রে স্বাক্ষরও করেছেন।
এরপরই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন শুরু হলে, আফ্রিদি সেই দাবি অস্বীকার করেন। তিনি বলেন, ওই সংগঠনের সদস্যরা সেলফির জন্য তাঁর কাছে গিয়েছিলেন। তিনি বিশ্বজুড়ে ভক্তদের সঙ্গে সেলফি তোলেন। সেভাবে ওই লোকেদেরও তাঁর ভক্ত ভেবে সেলফি তুলেছিলেন। তারপরই তাঁর নামে মিথ্য অভিযোগ করা হচ্ছে।
আফ্রিদি জানান, 'সোশ্যাল মিডিয়ায় আপলোড করা সবকিছুকে বিশ্বাস করবেন না। আমি, ইংল্যান্ডের ম্যানেস্টারের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। সেই সময় ভক্ত সেজে কিছু লোক আমার সঙ্গে ছবি তুলেছে। পরে, তারা ইহুদিদের আমি সমর্থন করেছি, বলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। প্যালেস্তাইনে নিরপরাধ মানুষের ওপর ইজরায়েল হামলা চালাচ্ছে। গাজার পরিস্থিতি সত্যিই হৃদয়বিদারক। আমি শান্তির জন্য প্রার্থনা করি। আমি এই যুদ্ধের অবসানের জন্য প্রার্থনা করি। আমি প্যালেস্তাইনের স্বাধীনতার জন্য প্রার্থনা করি।'
পালটা প্রতিক্রিয়া জানিয়ে টুইট করেছে ইজরায়েল পন্থী সংগঠনটি। তারা বলেছে,'আমরা ওঁর কাছে যাইনি। আফ্রিদি নিজেই আমাদের কাছে এসেছিলেন। আমরা লিফলেট বিলি করছিলাম। উনি লিফলেট নেন। লিফলেট নিয়ে আমাদের সঙ্গে ছবি তোলেন। উনি আসলে একটা মুখোশ পরেছিলেন। সেই মুখোশ এবার খুলে গেছে।'
ইজরায়েল এবং প্যালেস্তাইনের বর্তমান ভয়াবহ লড়াই গত বছরের অক্টোবরে শুরু হয়েছে। প্রথম হামলা চালায় প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস। তাদের হামলায় ইজরায়েলের ১,২০০ জন প্রাণ হারান। সঙ্গে, আরও কয়েকজনকে পণবন্দি করে ইজরায়েল। পালটা ইজরায়েলের হামলায় প্যালেস্তাইনের ৩৭ হাজার গাজাবাসী প্রাণ হারিয়েছেন।