scorecardresearch

মোদিকে ‘সাহেব’ বলে সম্বোধন, আফ্রিদি মুখে এবার ভারতীয় প্রধানমন্ত্রীর নাম

মোদির কাছে সরাসরি অনুরোধ গেল আফ্রিদির

মোদিকে ‘সাহেব’ বলে সম্বোধন, আফ্রিদি মুখে এবার ভারতীয় প্রধানমন্ত্রীর নাম

প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদি ভারতীয় ক্রিকেট বোর্ডকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন। বললেন, ভারতীয় বোর্ড প্রভাবশালী বোর্ড। তাই দুই ভারত-পাক দুই দেশের পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত বিসিসিআইয়ের। সেই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দুই দেশের ক্রিকেট সম্পর্ক স্থাপন করারও আর্জি জানালেন।

“মোদি সাহেবকে অনুরোধ করছি দুই দেশের ক্রিকেট সম্পর্ক যেন পুনরায় স্থাপন করা হয়।” দোহায় লিজেন্ডস লিগ ক্রিকেটের সাইডলাইনে এমনটাই জানালেন তারকা।

আফ্রিদি জানাচ্ছেন, “আমরা যদি কারোর সঙ্গে বন্ধুত্ব পাতাতে চাই, এবং সে আমাদের বিশ্বাস না করে, তাহলে আমাদের কী করা উচিত? কোনও সন্দেহ নেই বিসিসিআই প্রভাবশালী। তবে প্রভাবশালী হলেই দায়িত্বশীল হতে হয়। সেক্ষেত্রে শত্রুর সংখ্যা না বাড়িয়ে বন্ধুর সংখ্যা বাড়ানো উচিত। বন্ধুর সংখ্যা বাড়লে আরও শক্তিশালী হওয়া সম্ভব।”

পিসিবির বিষয়ে আফ্রিদির মতামত, “বলব না যে পিসিবি দুর্বল। তবে বিসিসিআইয়ের তরফেও কিছু উত্তর এসেছিল। ভারতীয় দলে এখনও আমার বন্ধু রয়েছে। আমাদের যখনই সাক্ষাৎ হয়, তখন আমরা আলোচনা করি, গল্প করি। এই তো রায়নার কাছ থেকে একটা ব্যাট চেয়েছিলাম। ও আমাকে গিফট দিল।”

সম্প্রতি বিসিসিআইয়ের তরফে এশিয়া কাপ খেলতে পাকিস্তান না যাওয়ার কারণ হিসেবে নিরাপত্তার বিষয়টি উল্লেখ করা হয়েছিল। তবে ভারতীয় বোর্ডের এই ইস্যুতে আফ্রিদির বক্তব্য, “নিরাপত্তা নিয়ে আমাদের বক্তব্য সম্প্রতি একের পর এক বিদেশি দল পাকিস্তানে খেলতে এসেছে। ভারতেও তো আমাদের নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে। তবে দুই দেশের সরকারের তরফে যদি সবুজ সংকেত দেওয়া হয়, তাহলে এই ট্যুর হবে। আর এই ট্যুর না হলে সেই সমস্ত মানুষরাই আরও সুযোগ পেয়ে যাবে। যাঁরা চায় দুই দেশের মধ্যে যেন কোনও ক্রিকেট না খেলা হয়।”

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Shahid afridi requests pm narendra modi to resume cricket ties between india and pakistan