Advertisment

BJP নয়, মোদির জন্যই উন্নতি নেই পাকিস্তানের! প্রধানমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ এবার আফ্রিদির

মোদিকে ভয়ঙ্কর আক্রমণ আফ্রিদির

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

নরেন্দ্র মোদির কড়া নীতিতে না-খুশ। তাই এবার সরাসরি ভারতীয় প্ৰধানমন্ত্রীকে আক্রমণের তোড়ে ভাসিয়ে দিলেন আফ্রিদি। জানিয়ে দিলেন, যেদিন থেকে ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন মোদি, সেদিন থেকেই পাকিস্তানের অধঃপতন শুরু হয়েছে। আগামীদিনেও পাকিস্তানের পক্ষে সদর্থক কোনও কিছুর আশা নেই।

Advertisment

পাকিস্তানের সামা টিভিতে আফ্রিদি বলেছেন, "সহজভাবে বলতে গেলে মোদি যেদিন থেকে ক্ষমতায় আসীন হয়েছে, সেদিন থেকে পাকিস্তানের হয়ে কোনও কিছু প্রত্যাশার রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে। ইতিহাস নিজেই এই বিষয়ে সাক্ষ্য দেবে। এর আগেও যখন বিজেপি সরকার ক্ষমতায় ছিল আমাদের সঙ্গে সুসম্পর্ক ছিল ভারতের।"

৪৬ বছরের পাক তারকার বক্তব্য, মোদির কাছ থেকে তাঁর কোনও প্রত্যাশাই নেই। পাকিস্তানের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মোদির জন্য। "স্রেফ মোদির কথাই বলছি। যাইহোক, ওঁর ওপর আমার অন্তত কোনও আশা-ভরসা নেই। উনি কেবলমাত্র আমাদের ক্ষতিই করবেন। পাকিস্তানের হয়ে উনি কিছু করবেন, এমন প্রত্যাশা একদমই নেই আমার।" জানাচ্ছেন, আফ্রিদি।

এর আগে মার্চে আফ্রিদি ভারতের প্রধানমন্ত্রীর কাছে ক্রিকেট শুরু করার আর্জি জানিয়েছিলেন। "মোদি সাহাবের কাছে আমার আবেদন, দুই দেশের মধ্যে ক্রিকেট সম্পর্ক চালু করুন। পাকিস্তানে সম্প্রতি অনেক বিদেশি দল এসে ট্যুর করে গিয়েছে। ভারতেও তো আমাদের নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে। তবে দুই দেশের সরকারের কাছ থেকে যদি সবুজ সঙ্কেত মেলে তাহলে এই ট্যুর সম্পন্ন হতে পারে। যদি ট্যুর না হয়, তাহলে আমরাই এই সমস্ত ব্যক্তিদের সুযোগ করে দিচ্ছি। ওঁরা চায় যাতে দুই দেশের মধ্যে কোনও ক্রিকেটীয় সম্পর্ক না থাকে।"

Read the full article in ENGLISH

IPL Shahid Afridi narendra modi PM Narendra Modi
Advertisment