/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/1592041167086_2-LEAD.jpg)
করোনায় আক্রান্ত হলেন শাহিদ আফ্রিদি। টুইটে পাক তারকা ক্রিকেটার জানান, বৃহস্পতিবার থেকেই শরীর খারাপ হয়েছিল তার। আফ্রিদির টুইটের বক্তব্য, "বৃহস্পতিবার থেকেই শরীরটা ভালো যাচ্ছিল না। খুব দ্রুত শরীর খারাপ হয়ে পড়েছিল। এরপরেই আমার টেস্ট করা হয়। দুর্ভাগ্যবশত, আমি এখন কোভিড পজিটিভ। আরোগ্যের জন্য প্রার্থনা করুন, ইনশাআল্লাহ!" গোটা পাকিস্তান আপাতত শাহিদ আফ্রিদির আরোগ্য কামনায় মগ্ন।
I’ve been feeling unwell since Thursday; my body had been aching badly. I’ve been tested and unfortunately I’m covid positive. Need prayers for a speedy recovery, InshaAllah #COVID19#pandemic#hopenotout#staysafe#stayhome
— Shahid Afridi (@SAfridiOfficial) June 13, 2020
In shaa Allah you will be fine soon Ameen.prayers are for your long healthy life.Get well soon
— Kamran Akmal (@KamiAkmal23) June 13, 2020
এই নিয়ে মোট তিন জন পাকিস্তানি ক্রিকেটার করোনায় আক্রান্ত হলেন। আফ্রিদির আগে জাফর সরফরাজ এবং তৌফিক উমর করোনার শিকার হন। বাড়িতে দুজনই কোয়ারেন্টাইন পর্ব কাটানোর পর সুস্থ হয়ে গিয়েছেন আগেই। গত মাসে আক্রান্ত হন তৌফিক উমর। ১৪ দিন পর পুনরায় পরীক্ষায় অবশ্য রিপোর্ট নেগেটিভ এসেছে।
ক্রিকেট বিশ্বে এর আগে স্কটল্যান্ডের মজিদ হক এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার সলো এনকোয়ি করোনার হানার মুখে পড়েছিলেন।
করোনা মোকাবিলায় বেশ কয়েকমাস থেকেই তহবিল গড়ছিলেন তিনি নিজের ফাউন্ডেশন 'শাহিদ আফ্রিদি ফাউন্ডেশন' এর মাধ্যমে। নিজের ফাউন্ডেশনে অর্থ সাহায্যের জন্য তিনি যুবরাজ সিং ও হরভজনেরও দ্বারস্থ হন। যা নিয়ে কিছুদিন আগেই একপ্রস্থ বিতর্ক হয়।
৪০ বছরের তারকা ক্রিকেটার পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে ভারত বিদ্বেষী মন্তব্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে ব্যাপক সমালোচিত হন। তারপরেই যুবরাজ ও হরভজন পাল্টা দেন আফ্রিদিকে।