Advertisment

জামাই শাহিনকে ক্যাপ্টেন করতে উঠেপড়ে লেগেছেন আফ্রিদি! বাবরের বিরুদ্ধে বিস্ফোরক ষড়যন্ত্র ফাঁস

বড় অভিযোগে তোলপাড় পাকিস্তান

author-image
IE Bangla Sports Desk
New Update
shahid-afridi

পাক ক্রিকেটে তোলপাড় ফেলা ঘটনা

এশিয়া কাপে প্রত্যাশিত পারফর্ম করতে পারেনি পাকিস্তান। ফাইনালে পৌঁছনোর আগেই সুপার ফোর রাউন্ড থেকে বিদায় নিয়েছে পাক দল। আর এশিয়া কাপে আরও একবার পাকিস্তানের হতশ্রী পারফরম্যান্সের পর প্রশ্ন উঠে গিয়েছে বাবর আজমের অধিনায়কত্ব।

Advertisment

এশিয়া কাপে ব্যর্থতার পর ড্রেসিংরুমেই নাকি লেগে গিয়েছিল ক্যাপ্টেন বাবর আজম এবং দলের অন্যতম তারকা শাহিন আফ্রিদির। উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েছিলেন নাকি দুজনে। তারপর তাঁদের দুজনকে থামান মহম্মদ রিজওয়ান।

গোটা পাক মুলুক জুড়েই আপাতত সরগরম এই ঘটনা জুড়ে। পাক মিডিয়া রোজ-ই শাহিন আফ্রিদি বনাম বাবর আজমের সংঘাত নিয়ে খবর বেরোচ্ছে। এর মধ্যেই বিস্ফোরক দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আসিফ। বলে দিলেন, জামাই শাহিনকে নিজের প্রভাবে জাতীয় দলের ক্যাপ্টেন করার প্রয়াস চালাচ্ছেন আফ্রিদি।

এমনিতে বাবর আজম ক্যাপ্টেন হিসাবে বেশ সফল। ওয়ানডেতে বাবর আজমের নেতৃত্বেই একনম্বরে পৌঁছেছিল পাকিস্তান। প্ৰথমবার কোনও আইসিসি ইভেন্টে পাকিস্তান ভারতকে হারায় বাবরের ক্যাপ্টেন্সিতে। তবে দ্বিপাক্ষিক সিরিজ জয় ব্যতীত মাল্টি নেশন টুর্নামেন্টে খেতাব জয়ে পাকিস্তানের ব্যর্থতায় সমালোচিত হয়েছেন বাবর।

তবে বাবরের দলে শাহিনের গুরুত্বও কম নয়। দলের পেস আক্রমণের মুখ তিনি। পিএসএল-এ লাহোর কালান্ডার্স-কে পরপর চ্যাম্পিয়ন করেছেন নেতা হিসেবে। নিজের অধিনায়কত্ব দক্ষতার প্রমাণ দিয়েছেন।

এমন অবস্থায় ভয়ঙ্কর ইঙ্গিত করলেন পাক সাংবাদিক ফরিদ খান। পাক সাংবাদিকের বক্তব্য অনুযায়ী মহম্মদ আসিফ নাকি জানিয়েছেন নিজের জামাইকে পাকিস্তানের জাতীয় দলের ক্যাপ্টেন করতে উঠেপড়ে লেগেছেন শাহিদ আফ্রিদি।

আসিফ জানিয়েছেন, "বাবর আজমকে নেতৃত্ব থেকে সরানোর কোনও অপশন এই মুহূর্তে অন্তত পাকিস্তানের নেই। শাহিদ আফ্রিদি প্রাণপণে শাহিনকে ক্যাপ্টেন করার চেষ্টা করছেন। তবে সেটা সহজ হবে না।"

পাক দলের প্রাক্তন পেসার বর্তমান জাতীয় দলের তারকাকে উদ্দেশ্য করে আরও বলেছেন, "নেপালের মত ছোট দলের বিপক্ষে শাহিনের মোটেও খেলা উচিত নয়। ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের মত দলের বিরুদ্ধে কখনও খেলিনি আমি। নিজেদের কেরিয়ার দীর্ঘায়িত করার জন্য ফাস্ট বোলারদের বিশ্রামের প্রয়োজন। এখনকার দিনে পেসাররা প্রচুর লিগ ক্রিকেট খেলে। কারণ প্রচুর অর্থ জড়িত থাকে এতে।"

Shahid Afridi pakistan Pakistan Cricket
Advertisment