Advertisment

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে অনন্য় রেকর্ড শাকিবের

ICC World Cup 2019, Bangladesh vs Afghanistan live cricket score:বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বের সেরা অলরাউন্ডার এই টুর্নামেন্টে ১০০০ রান পূর্ণ করেন। এর আগে ১৮ জন ব্যাটসম্যান এই রেকর্ড করেছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Shakib Al Hasan becomes the first Banglaldeshi batsman to pass 1,000 career World Cup runs

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে অনন্য় রেকর্ড শাকিবের

ICC World Cup 2019, Bangladesh vs Afghanistan live cricket score: সাউদ্যাম্পটেনর দ্য রোজ বোলে চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তানের খেলা। টস জিতে মাশরাফি মোর্তাজাদের ব্য়াট করার আমন্ত্রণ জানিয়েছেন আফগান অধিনায়ক গুলবদিন নইব। লিটন দাস আর তামিম ইকবাল এদিন ওপেন করতে নামেন বাংলাদেশের হয়ে। কিন্তু পঞ্চম ওভারের মধ্যেই লিটনকে প্যাভিলিয়নে ফিরতে হয়। ১৭ বলে ১৬ রান করে মুজিব উর রহমানের বলে ক্যাচ আউট হয়ে যান।

Advertisment

তিনে নামেন শাকিব আল হাসান। আর মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই এক বিশ্বরেকর্ড করে ফেলেন তিনি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বের সেরা অলরাউন্ডার এই টুর্নামেন্টে ১০০০ রান পূর্ণ করেন। এর আগে ১৮ জন ব্যাটসম্যান এই রেকর্ড করেছিলেন। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত বাংলাদেশের স্কোর ২ উইকেট হারিয়ে ১৩২। ৪৮ রানে ব্যাট করছেন শাকিব।

আরও পড়ুন: ICC World Cup 2019, Bangladesh vs Afghanistan live cricket score: তামিমকে ফেরালেন নবি, রশিদের বলে বাঁচলেন সাকিব

এই বিশ্বকাপে শাকিব অনবদ্য ফর্মে রয়েছেন। গত ম্যাচে টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বল হাতে জোড়া উইকেট তুলে নেওয়ার পর, ব্যাট হাতেও কামাল করেন তিনি। অপরাজিত ১২৪ রানের ঝকঝকে ইনিংস খেলে দলকে অনবদ্য জয় উপহার দিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের ৩২১ রান তাড়া করে সাত উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। সৌজন্য়ে শাকিব। আজও শাকিবের ব্য়াট থেকে বড় কিছু দেখার প্রত্যাশায় ফ্যানেরা।

Bangladesh Afganisthan Cricket World Cup
Advertisment