Advertisment

১৮ মাসের জন্য় শাকিবকে নির্বাসিত করতে পারে আইসিসি

রীতিমতো বিপাকে শাকিব আল হাসানে। তাঁর সামনে এবার নির্বাসনের খাঁড়া ঝুলছে। বাংলাদেশের স্থানীয় মিডিয়ার রিপোর্ট, ১৮ মাসের জন্য় সেদেশের স্টার অলরাউন্ডার ও ক্য়াপ্টেনকে সাসপেন্ড করতে পারে আইসিসি।

author-image
IE Bangla Web Desk
New Update
Shakib Al Hasan likely to be banned by ICC for not reporting match-fixing offer

১৮ মাসের জন্য় শাকিবকে নির্বাসিত করতে পারে আইসিসি (অঙ্করণ-অভিজিত বিশ্বাস)

রীতিমতো বিপাকে শাকিব আল হাসানে। তাঁর সামনে এবার নির্বাসনের খাঁড়া ঝুলছে। বাংলাদেশের স্থানীয় মিডিয়ার রিপোর্ট, ১৮ মাসের জন্য় সেদেশের স্টার অলরাউন্ডার ও ক্য়াপ্টেনকে সাসপেন্ড করতে পারে আইসিসি। ম্য়াচ গড়াপেটা সংক্রান্ত কারণে তাঁর বিরুদ্ধে কড় পদক্ষেপ নিতে চলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

Advertisment

বাংলাদেশের প্রথমসারির দৈনিত ‘সমকাল’-এ প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে যে, “এই ঘটনার জন্য় শাকিব বাংলাদেশের প্র্য়াকটিস থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। এমনকী প্রস্তুতি ম্য়াচেও অংশ নিচ্ছেন না তিনি। গত সোমবার রাতে বিসিবি-র প্রেডিডেন্টের সঙ্গে গোলাপি বলের টেস্ট নিয়েও আলোচনায় যোগ দেননি শাকিব।”

আরও পড়ুন-ভারত সফরে হয়তো নেই শাকিব

আইসিসি এই বিষয়ে এখনও কোনও মন্তব্য় করেনি। সেই দৈনিকে আরও বলা হয়েছে যে, শাকিব বছর দুয়েক আগে  বুকির থেকে আন্তর্জাতিক ম্য়াচ গড়াপেটার প্রস্তাব পেয়েছিলেন। সে বিষয়ে শাকিব আইসিসি-র অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট (এসিএসইউ)কে কিছুই জানাননি।

আরও পড়ুন-চক্রান্তের শিকার, বলছেন বিসিবি প্রধান

সেই সংবাদপত্রে প্রকাশিত খবরে আরও বলা হয়েছে যে, শাকিব সম্প্রতি এসিএসইউ-র এক আধিকারিককে এই ম্য়াচ গড়াপেটার প্রস্তাবের ব্য়াপারে মুখ খুলেছেন। আগামী ৩ নভেম্বর থেকেই শুরু হয়ে যাচ্ছে ভারত-বাংলাদেশ তিন ম্য়াচের টি২০ সিরিজ। তারপরে জোড়া টেস্ট খেলবে দুই দেশ। শাকিব প্রাক সফর ক্য়াম্প ও মীরপুরে প্র্যাকটিস গেমও খেলেননি। ফলে মনে করা হচ্ছে ভারত সফরে নাও আসতে পারেন শাকিব।

তামিম ইকবাল আগেই ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এবার সেই তালিকায় সম্ভবত শাকিবও। ৩০ তারিখে নয়াদিল্লিতে বাংলাদেশ দলের পা রাখার কথা। তার আগেই দল বাছতে হিমশিম খাচ্ছে বিসিবি। শাকিব না-খেললে তাঁর পরিবর্তে দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম বাংলাদেশকে টেস্ট দলে নেতৃত্ব দিতে পারেন। অন্যদিকে মাহমদুল্লাহ রিয়াদ মোসাদ্দেক হোসেন টি-২০-র ক্য়াপ্টেন হতে পারেন।

ভিডিও দেখুন:

cricket Bangladesh
Advertisment