Advertisment

Shakib Al Hasan: এখনই অবসর কেন, রোহিত-কোহলি-জাদেজাদের রাস্তায় না হেঁটে বড় সিদ্ধান্ত সাকিবের

Shakib Al Hasan in t20 World Cup 2024: নিজের অবসরের প্ল্যানিং নিয়ে খুল্লামখুল্লা জানালেন সাকিব আল হাসান

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit, Virat, Shakib Al Hasan, রোহিত, বিরাট, শাকিব অল-হাসান,

Rohit-Virat-Shakib Al Hasan: আপাতত তিনি পাকিস্তান সফর নিয়ে ভাবছেন বলে জানিয়েছেন শাকিব। (ছবি- টুইটার)

Shakib Al Hasan retirement: তাঁর ভবিষ্যৎ কী? বিশ্বকাপে বাংলাদেশের বিপর্যয়ের পর সেই ভবিষ্যৎ নিয়ে এখনও অন্ধকারে শাকিব অল হাসান। সম্প্রতি শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে শাকিব তেমন কিছুই করে দেখাতে পারেননি। না ব্যাটে, না বলে। বাংলাদেশি অলরাউন্ডারের একমাত্র সম্বল নেদারল্যান্ডসের বিপক্ষে করা ৫০ রান। এই টুর্নামেন্টে বাংলাদেশ সুপার ৮-এর ম্যাচে আফগানিস্তানের কাছে পরাস্ত হয়েছে। যার জন্য টাইগারদের আর শেষ পর্যন্ত নকআউট পর্বে ওঠা হয়নি। সেই কারণেই তিনি ভবিষ্যৎ নিয়ে এখনও কোনও পরিকল্পনা করে উঠতে পারেননি বলেই বোঝানোর চেষ্টা করেছেন শাকিব। তিনি বলেছেন, 'আমার এখনও ভবিষ্যৎ নিয়ে কোনও পরিকল্পনা নেই।'

Advertisment

টি-২০ বিশ্বকাপে শাকিবের পারফরম্যান্সে বেজায় ক্ষুব্ধ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা। সূচি অনুযায়ী বাংলাদেশ আপাতত পাকিস্তানের বিরুদ্ধে দুটো ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। পাশাপাশি, ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের বিরুদ্ধেও বাংলাদেশ সিরিজ খেলতে নামবে। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের দুটো টেস্ট আর তিনটে টি-২০ ম্যাচ খেলার কথা। কিন্তু, তাঁর দল পাকিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে খেললেও শাকিব কি সেই দলে থাকবেন? টি-২০ বিশ্বকাপের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দল বাছা হলে কিন্তু, চান্স পাওয়ার কথা নয়। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপের শাকিবের গড় রান ১৮.৫। সাত ম্যাচ খেলে তিনটে উইকেট নিয়েছেন।

তাঁর অবসর নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল। শাকিব টি-২০ বিশ্বকাপের আগে জানিয়েছিলেন তাঁর অবসরের কোনও পরিকল্পনাই নেই। কিন্তু, সেই অবস্থান থেকে শাকিব এখন অনেকটাই পিছু হঠেছেন। আমেরিকা ছাড়ার আগে বাংলাদেশের অলরাউন্ডার জানিয়েছেন, পাকিস্তান সফরের পর কী করবেন এখনও ভেবে উঠতে পারেননি। শাকিবের কথায়, 'সামনেই আন্তর্জাতিক সিরিজ। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে। আমরা মাথায় শুধু সেটুকুই আছে। এখন আর আমি আগামী চার-পাঁচ বছর নিয়ে ভাবার অবস্থায় নেই। সেই জন্য আপাতত তিন থেকে ছয় মাসের পরিকল্পনাই করছি।'

আরও পড়ুন- ভারতকে সুবিধা দেওয়ার জন্যই কি বাউন্ডারির দড়ি সরানো হয়েছিল! বিস্ফোরক ক্যাচের আসল সত্যি ফাঁস অবশেষে

শাকিব আরও বলেন, 'আমার সামনে আপাতত দুটো টি-২০ টুর্নামেন্ট। তার মধ্যে একটা কানাডার বিরুদ্ধে। দেখা যাক যে এই টুর্নামেন্টগুলোয় আমি কেমন খেলি। তার ওপর অনেক কিছু নির্ভর করছে।' টি-২০ বিশ্বকাপের সুপার ৮ পর্বে বাংলাদেশ গ্রুপ ১-এর একদম শেষস্থানে তাদের দৌড় শেষ করেছে। তুলনায় গ্রুপ পর্বে বাংলাদেশ ভালো খেলেছিল। সেখানে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, নেপালকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় স্থান অধিকার করেছিল। এই প্রসঙ্গে শাকিব বলেন, 'আমাদের সবারই কমবেশি নানা ভুল হয়েছে। তাসকিন আহমেদ ইতিমধ্যে নিজের ভুলের জন্য দলের সবার কাছে নিঃশর্ত ক্ষমাও চেয়েছেন।'

Cricket World Cup ICC Cricket World Cup Shakib Al-Hasan Indian Cricket Team T20 World Cup Bangladesh Cricket Team
Advertisment