Advertisment

Shakib Al Hasan: ইংল্যান্ডে গিয়ে বিপদে সাকিব! ক্রিকেট থেকেই নিষিদ্ধ হওয়ার মুখে টাইগার তারকা

Shakib Al Hasan Bowling Action: সাকিব আল হাসান পছন্দমত অবসর নিতে পারেননি। চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে শেষ টেস্ট খেলে অবসর নিতে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shakib Al Hasan Press Conference: অবসরের ঘোষণা করলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান

Shakib Al Hasan: বোলিং নিয়ে প্রশ্নের মুখে সাকিব আল হাসান (টুইটার)

Shakib Al Hasan in Trouble for Suspected Bolwing Action: সারের হয়র কাউন্টি চ্যাম্পিয়নশিপে একমাত্র ম্যাচ খেলতে নেমেছিলেন সাকিব আল হাসান। সেই ম্যাচেই তাঁর বোলিং একশনের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন আম্পায়াররা। তারপরেই ইংল্যান্ড এবং ওয়েলশ ক্রিকেট বোর্ডের তরফে তাঁকে তদন্তমূলক পরীক্ষা নিরীক্ষার পথে যেতে বলা হয়েছে।

Advertisment

টনটনে গত সেপ্টেম্বরে সারের হয়ে সমারসেটের বিপক্ষে নয় উইকেট দখল করেছিলেন বাংলাদেশি অলরাউন্ডার। ২০১০/১১ সিজনে কাউন্টি চ্যাম্পিয়নশিপের স্বল্প উপস্থিতির পর সেটাই ছিল সাকিবের কাউন্টিতে প্রত্যাবর্তন।

ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলার জন্য প্রথম সারির একাধিক ক্রিকেটার অনুপস্থিত। উইল জ্যাকস, ড্যান লরেন্সরা ছিলেন না স্কোয়াডে। এমন অবস্থায় সাকিবকে সই করিয়েছিল কাউন্টি ক্লাবটি। সাকিব ভালো বোলিং করলেও সমারসেট সেই ম্যাচে ১১১ রানের বিশাল ব্যবধানে জয় পায় সারের বিপক্ষে।

৬৩ ওভার বল করেন সাকিব। তাৎপর্যপূর্ণভাবে তাঁর কোনও ডেলিভারি নো বল হিসেবে ঘোষিত না হলেও ম্যাচের পর তাঁর বোলিং নিয়ে আপত্তির ঘটনা প্রকাশ্যে আসে। অনফিল্ড দুই আম্পায়ার স্টিভ ও সনসি এবং ডেভিড মিলনস নিজেদের রিপোর্টে ত্রুটিপূর্ণ বোলিংয়ের কথা উল্লেখ করেন।

ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, সাকিবের খেলার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তবে তাঁর বোলিং মান্যতা পাওয়ার জন্য পরীক্ষা নিরীক্ষার কথা বলা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সাকিবকে বোলিং পরীক্ষায় বসতে হতে পারে।

দুই দশক ব্যাপী নিজের কেরিয়ারে সাকিব ৪৪৭ আন্তর্জাতিক ম্যাচে ৭১২ উইকেট নিয়েছেন। ৭১ টেস্টে রয়েছে ২৪৬ উইকেট। তবে কেরিয়ারে এই প্রথমবার বোলিং একশন নিয়ে সমস্যা তৈরি হল।

এদিকে সাকিবের আন্তর্জাতিক কেরিয়ার যথেষ্ট ঝুঁকিপূর্ণ অবস্থায়। নিরাপত্তার কারণে বাংলাদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট খেলার স্বপ্ন পূরণ হয়নি তারকার। জুলাইয়ে বাংলাদেশের সশস্ত্র ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামি লিগ সরকারের পতন ঘটে। পূর্বতন সরকারের এমপি ছিলেন ক্রিকেটার সাকিব।

Shakib Al-Hasan Bangladesh Cricket Team Bangladesh Cricket Cricket News
Advertisment