আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের সিনিয়র ক্রিকেটার শাকিব আল হাসান বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হয়েই নামবেন। আইসিসি-র সদ্য প্রকাশিত ওয়ান-ডে র্যাঙ্কিংয়ে মাশরার্ফি মোর্তাজার ডেপুটিই অলরাউন্ডারদের তালিকায় একে এসেছেন। ঘটনাচক্রে এই তালিকার সেরা দশে স্থান পাননি কোনও ভারতীয় ক্রিকেটারই।
আরও পড়ুন: সামনেই বিশ্বকাপ, নেচেই চলেছেন কোহলি
আয়ারল্যান্ডের মাটিতে সদ্যসমাপ্ত ত্রি-দেশীয় সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন শাকিব। ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ঝলসেছেন পদ্মাপারের দেশের এই ক্রিকেটার। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের পর চতুর্থ দেশ হিসেবে বিশ্বকাপের জন্য দল বেছে নিয়েছিল বাংলাদেশ। তখনই তাঁকে ভাইস-ক্যাপ্টেন হিসেবে দলে রাখা হয়েছিল। অলরাউন্ডারদের তালিকায় প্রথম তিনে শাকিব ছাড়া রয়েছেন আফগানিস্তানের রশিদ খান ও মহম্মদ নবি। সেরা দশে রয়েছেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম, মহম্মদ হাফিজরা। শাকিব আয়ারল্যান্ডের মাটিতে ১৪০ রান করেছেন। দু'টি অর্ধ-শতরানে সঙ্গেই জোড়া উইকেট পেয়েছেন তিনি। ভারতীয়দের মধ্যে কেদার যাদব এবং হার্দিক পাণ্ডিয়া প্রথম ২০-র মধ্যে থাকতে পেরেছেন।
ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে আগামী ৫ জুন। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে বিরাটরা দু’টি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবেন। নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে খেলেই তারা ফাফ দু প্লেসিসের দলের মুখোমুখি হবে। বাংলাদেশের প্রথম খেলা আগামী ২ জুন প্রোটিয়াদের বিরুদ্ধে। ম্য়াচ হবে লন্ডনের কেনিংটন ওভালে।