Advertisment

আর খেলবেন না! বিশ্বকাপের আগে বুক ভেঙে একী বললেন সাকিব আল হাসান

বড়সড় জল্পনায় মাত করলেন সাকিব

author-image
Subhasish Hazra
New Update
NULL

কয়েকদিন আগেই তামিম ইকবালের অবসর নিয়ে নাটক চরমে পৌঁছেছিল বাংলাদেশে। অবসর নিয়েও প্রধানমন্ত্রী শেখ হসিনার হস্তক্ষেপে নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। সেই ঘটনার স্মৃতি এখনও টাটকা।

Advertisment

এর মধ্যেই দেশজোড়া ভক্তদের নিয়ে কিছুটা মশকরাই করলেন সকিব আল হাসান। তামিম সরে দাঁড়ানোর পর আপাতত বাংলাদেশের ক্যাপ্টেন সাকিব-ই। এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপ আসন্ন। এর মধ্যেই ভক্তদের দুঃসংবাদ বাড়িয়ে সাকিব বৃহস্পতিবার রাতে হঠাৎ জানিয়ে দিলেন, "আমি আর খেলব না। খেলবে কে, তা জানাচ্ছি…..।"

publive-image

রাতে সাকিবের ফেসবুক সেই পোস্টই ঝড় তুলে দেয়। একদিন পেরোতে না পেরোতেই সাকিবের সেই পোস্ট রীতিমত ভাইরাল। সেই পোস্টেই এখনও পর্যন্ত রিয়াক্ট করেছেন ৩ লক্ষ ৭৩ হাজার ব্যক্তি। কমেন্ট জমা পড়েছে ১ লক্ষ ৪৪ হাজার। উদগ্রীব হয়ে অনেকেরই প্রশ্ন, তারকা কি বিশ্বকাপের আগেই ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছেন।

publive-image

তবে সমর্থকদের আশা জাগিয়ে শেষমেশ জানা যায় আসল সত্য। আসলে সেটি ছিল একটি বিজ্ঞাপনী প্রমোশন। বাংলাদেশের একটি অনলাইন অর্থ লেনদেনের এপ-এর প্রচার। যেখানে সাকিব শেষমেশ ভক্তদের জন্য ফেসবুকে লিখেছেন, "আমি খেলবনা। খেলবে এবার বাংলাদেশ। কারণ, নগদ নিয়ে এসেছে এমন এক খেলা যা আগে কখনও হয়নি। নগদে মোবাইল রিচার্জে থাকছে সপ্তাহে সপ্তাহে গাড়ি! সাথে বিশ্বকাপ এর টিকেট সহ হাজার হাজার পুরষ্কার।
এখন খেলবে তো বাংলাদেশ!" সেই সঙ্গে হ্যাশট্যাগে জুড়ে দেওয়া হয়েছে, 'খেলাহবেনগদে'।

Bangladesh Cricket Cricket News Shakib Al-Hasan
Advertisment